শিরোনাম
◈ লরার ১৬৯ রানের রেকর্ড, ইংল‌্যান্ড‌কে হা‌রি‌য়ে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ বাংলাদেশে অভিনব কৌশলে প্রবেশ ভারতীয় নাগরিকের, ধরল বিজিবি ◈ আমি মদ খাই, আমার লাইসেন্স আছে: চাঁদপুরে আটক হওয়া তরুণী (ভিডিও) ◈ সতর্ক করল সরকার: ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল নামে বিক্রি ◈ সঞ্চয়পত্র সিস্টেমে জালিয়াতি: বাংলাদেশ ব্যাংকের পাসওয়ার্ড ব্যবহার করে ২৫ লাখ টাকা হাতিয়ে নিল জালিয়াত চক্র ◈ চালু হচ্ছে ‘এনইআইআর’: অবৈধ মোবাইল বন্ধ, বিদেশি ফোনেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ◈ জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগই নেই: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ আরও এক দেশে জনশক্তি রপ্তানি নিয়ে সুখবর ◈ ব্যাটিং ব্যর্থতায় ও‌য়েস্ট ইন্ড‌জের কা‌ছে সিরিজ হার‌লো বাংলাদেশ ◈ নির্বাচনকালীন পদায়ন নভেম্বরেই, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ ঘোষণা

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের হাতে প্রাণ গেল বাবার, ছেলেকে বাঁচাতে ছিনতাইয়ের নাটক সাজালো মা (ভিডিও)

রাজধানীর একটি এলাকায় নিজ ১৪ বছর বয়সী ছেলের হাতে খুন হয়েছেন বাবা। এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সন্তানকে বাঁচানোর জন্য মা ছিনতাইয়ের একটি সাজানো নাটক তৈরি করেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণ:

প্রতিবেশীদের বর্ণনামতে, তারা প্রথমে ঘর থেকে উচ্চস্বরে চিৎকার-কান্নার শব্দ শোনেন। এরপর তারা দেখেন যে ছেলেটি হাতে বঁটি ও ছুরি নিয়ে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রুমের ভেতর পারিবারিক কলহের এক পর্যায়ে ছেলে তার বাবাকে ধাওয়া করে ছাদে নিয়ে যায় এবং সেখানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় বাবাকে রিকশায় করে দ্রুত ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া এক ব্যক্তি জানান, নামানোর সময়ই তার মনে হয়েছিল যে বাবার নিশ্বাস প্রায় বন্ধ ছিল।

ছেলের প্রাথমিক বক্তব্য ও মায়ের নাটক:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৪ বছর বয়সী ছেলেটি পুলিশকে জানায় যে কাজ না করার জন্য বাবা তাকে বকাঝকা করছিলেন। এক পর্যায়ে একটি ঘড়ি নিয়ে ঝগড়া শুরু হলে বাবা তাকে ইট দিয়ে আঘাত করার চেষ্টা করেন। ছেলেটি হাতে থাকা বঁটি দিয়ে ইটের আঘাত রুখতে গেলে সেটি বাবার মাথায় লেগে যায় বলে সে দাবি করে।

বাবার মৃত্যুর পর, ছেলেকে বাঁচাতে মা ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। মা ও ছেলে মিলে পুলিশকে জানায় যে ছিনতাইকারীরা সিএনজি নিয়ে তার বাবাকে হত্যা করেছে।

তবে তদন্তের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় যে মা ও ছেলে মিলে ছেলেকে রক্ষার জন্য এই মিথ্যা গল্প সাজিয়েছিলেন। তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী জবানবন্দি ও তদন্ত শেষে ঘটনার পূর্ণাঙ্গ সত্যতা স্পষ্ট হবে। সূত্র: DBC NEWS

  • সর্বশেষ
  • জনপ্রিয়