মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছাদ রহমান, সেন্টু মিয়া, নাফিজা আক্তার মিম, দেলোয়ার হোসেন কালু (২৮), মো. রুবেল (২৯), মো. রুবেল শেখ (২৩), মাসুদ (২৬), মো. হৃদয় (২৫), রনি (৩৪), আব্দুল আলিম (১৯), মো. রাহাত (১৯), হারুন অর রশিদ (৪০) ও মো.। আজাদ ইসলাম (২০)।
ডিসি তালেবুর রহমান বলেন, রোববার (২৬ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে লালবাগ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তারি পরোয়ানায় ও ১০ জনকে ডিএমপি অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার তিন পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অপর ১০ জনকে অপরাধ আমলে গ্রহণ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবরে সোপর্দ করা হয়েছে।