শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ০৪ জুন, ২০২৫, ০৪:২৭ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানে করে ঢাকা এলেন সৈয়দপুরের কসাই, আয় চমকে ওঠার মতো

আর তিন দিন পরেই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। পশু জবাইয়ের মাধ্যমে এই ঈদ উদযাপন করেন মুসলমানরা। এই কোরবানিকে কেন্দ্র করে সৈয়দপুরের গোলহাট ও আশপাশের এলাকার শতাধিক কসাই রাজধানী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মূলত ঈদের কয়েক দিন আগেই তারা ট্রেন, বাস ও এমনকি বিমানে করে ঢাকায় রওনা দেন। ইতোমধ্যেই অর্ধশতাধিক কসাই ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

সৈয়দপুরের অভিজ্ঞ একজন কসাই জানান, ঈদের এক মাস আগেই ঢাকার অনেকেই কোরবানির পশু কাটার জন্য তাদের অগ্রিম বুকিং দিয়েছেন। সে অনুযায়ী ঈদের দুই থেকে তিন দিন আগেই ঢাকায় পৌঁছাতে হচ্ছে তাদের। কোরবানির পশু কাটার জন্য তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে প্রতি হাজারে ২০০ টাকা। অর্থাৎ পশুর দাম যদি হয় এক লাখ টাকা, এর জন্য কসাইকে দিতে হবে ২০ হাজার টাকা।

তিনি আরও জানান, কোরবানির তিন দিনে সৈয়দপুরের এসব কসাই গড়ে ২০ থেকে ৩০ লাখ টাকারও বেশি আয় করতে পারেন। এ আয় শুধু তাদের নিজস্ব দক্ষতা ও সুনামের কারণেই সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকায় কোরবানির সময় স্থানীয় কসাইয়ের সংকট থাকায় সৈয়দপুরের অভিজ্ঞ কসাইদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

সৈয়দপুরের স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঈদের সময় ঢাকায় গিয়ে কাজ করার মাধ্যমে এই কসাইরা শুধু নিজেদের রোজগারই বাড়ান না, বরং শহরের পরিচিতি ও সুনামও ছড়িয়ে দেন দেশজুড়ে। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়