শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ, আলাদা সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশের ৩ টি থানা গঠনের দাবি

মনিরুল ইসলাম: পূর্বাচল প্লট মালিকদের সমন্বয়ে গঠিত 'পূর্বাচল সোসাইটি' পূর্বাচলকে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ, আলাদা সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশের ৩ টি থানা গঠনের দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে আন্দোলন যাবে প্লট মালিকরা। 

 আজ  শনিবার,২৬ এপ্রিল পূর্বাচল ক্লাবে সোসাইটির প্রথম সভায়  আন্দোলনে যাবার কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন ডেসকোর চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সাত্তার এবং বেগমr খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সচিব বিজন কান্তি সরকার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।  উপস্থিত ছিলেন প্লট বরাদ্দ প্রাপ্ত অনেক সাবেক ও বর্তমান সচিব আমলা সহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা পূর্বাচলে প্লটের মালিক।

বক্তারা বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে বাস্তবায়ন হবার কথা আগামীর ঢাকা, আধুনিক ঢাকা। সেই স্বপ্ন লালন করেই বরাদ্দ প্রাপ্তরা সারাজীবনের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে, ক্রয় করে প্লট। কিন্তু আজ স্বপ্ন ও বাস্তবের পর্বতসম ফারাক। স্বপ্নের বাস্তবায়নে আমাদের নিত্যদিন পাড়ি দিতে হচ্ছে হাজারো সমস্যা ও বাঁধার কঠিন পথ।

তারা বলেন, এখানকার সীমাহীন সমস্যা সমাধানে করণীয় এবং তা থেকে উত্তরণের জন্য পূর্বাচল প্লট মালিকদের সমন্বয়ে গঠিত পূর্বাচল সোসাইটির প্রথম সভা  অনুষ্ঠিত হলো। এর মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি আদায় করব।

অনুষ্ঠানের শুরুতে সোসাইটির মুখ্য সংগঠক ও সাবেক সচিব ড. এ ওয়াই এম একরামুল হক পূর্বাচল নতুন শহরের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে একটি সুন্দর ও গঠনমূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়