শিরোনাম
◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সরকার কর্মকর্তাদের সহজে চাকরিচ্যুতির আইনি পথ খুলছে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:৩৭ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য জানিয়েছেন।

এর আগে রাত ১০টা ৫৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

দগ্ধরা হলেন—রিয়াজুল ইসলাম (৫৫), মো. শামীম (৪৫), মো. কালু মিয়া (৩৫), মো. ফয়েজ (৩০) ও মো. শাওন (২৫)।

তারা জানান, শাহবাগ ফুলের দোকানগুলোর পাশে একটি টিনসেড ঘরে সিলিন্ডার থেকে গ্যাস ভরে তারা বেলুন বিক্রি করেন। রাতে তারা পাঁচজন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। সে সময় হঠাৎ আগুন ধরে যায়। পরে তারা নিজেরাই রিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে আসেন।

হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক জানান, শাহবাগ থেকে পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছেন। তাদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ, ফয়েজের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, 'কালু ও শামীমের শরীর সামান্য ঝলসে গেছে। তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়