শিরোনাম
◈ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রিয়াজ ◈ শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি আইনে বড় পরিবর্তন আসছে ◈ অবৈধ পথে আমেরিকা পাড়ি: ফিরলেন কেবল হতাশা নিয়ে ◈ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে ◈ গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা-কর্মীদের, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর ◈ ত্রিদেশীয় সিরিজে এবার হে‌রেই গে‌লো বাংলাদেশ ◈ নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০ বাছাইয়ের জন্য বাংলা‌দেশ দল ঘোষণা ◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:৩৭ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য জানিয়েছেন।

এর আগে রাত ১০টা ৫৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

দগ্ধরা হলেন—রিয়াজুল ইসলাম (৫৫), মো. শামীম (৪৫), মো. কালু মিয়া (৩৫), মো. ফয়েজ (৩০) ও মো. শাওন (২৫)।

তারা জানান, শাহবাগ ফুলের দোকানগুলোর পাশে একটি টিনসেড ঘরে সিলিন্ডার থেকে গ্যাস ভরে তারা বেলুন বিক্রি করেন। রাতে তারা পাঁচজন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। সে সময় হঠাৎ আগুন ধরে যায়। পরে তারা নিজেরাই রিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে আসেন।

হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক জানান, শাহবাগ থেকে পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছেন। তাদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ, ফয়েজের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, 'কালু ও শামীমের শরীর সামান্য ঝলসে গেছে। তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়