শিরোনাম
◈ আকবরের সেঞ্চুরি কা‌জে আস‌লো না, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ১০ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দেশ   ◈ শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ স্ক্যাবিস থেকে বাঁচার উপায়, সতর্ক হন এখনই! (ভিডিও) ◈ ঢাবি ছাত্র সাম্যকে কীভাবে হত্যা করা হয়েছে, সেই বর্ণনা দিয়েছে পুলিশ ◈ রাজনীতির পালাবদলে বিপাকে তারকারা: গ্রেফতার, মামলায় জর্জরিত অর্ধশতাধিক শিল্পী ◈ নানা বৈষম্যে চাকরি ছাড়ছেন পেট্রোবাংলার কর্মকর্তারা! ◈ টিউলিপকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি: দুদক চেয়ারম্যান ◈ সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকের মৃত্যুর পর বিস্ময়কর দাবি ◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় মামলার পলাতক আসামি, চিহ্নিত চাঁদাবাজ আশিক গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর কদমতলী এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ছয় মামলার পলাতক আসামি আশিক (২৬) কে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। বুধবার গভীর রাতে  কদমতলী থানার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানা সূত্রে জানা যায়, কদমতলী থানার বিক্রমপুর প্লাজার সামনের ফলের দোকানের ব্যবসায়ী মোঃ আরিফুর রহমান কদমতলী থানায় চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গ্রেফতারকৃত আশিক তার সহযোগি অনিক, আরাফাত, সুমনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন গত ১ অক্টোবর  বিক্রমপুর প্লাজার সামনে তার ফলের দোকানে এসে প্রতিদিন ২০০ টাকা করে মাসিক ছয় হাজার টাকা চাঁদা দিতে বলে। চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। আরিফ তাদের কথা মতো তাদেরকে চাঁদা প্রদান করে আসছিল। এভাবে তারা কদমতলী থানার বিক্রমপুর প্লাজা থেকে মেডিকেল রোড পর্যন্ত ফুটপাতের দোকান হতে প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পুনরায় তারা গত ১৩ জানুয়ারি দুপুরে গ্রেফতারকৃত আশিক ও তার সহযোগিরা ফলের দোকানে এসে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে তারা আরিফুলকে মারধর করে তার কাছে থাকা ফল বিক্রির নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা পাশের আরেকটি দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

থানা সূত্রে আরও জানা যায়, মামলার পর দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত চিহ্নিত চাঁদাবাজ আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিকের বিরুদ্ধে কদমতলী ও শ্যামপুর থানায় আরও ছয়টি হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। 

মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়