সুজন কৈরী: রাজধানীর রামপুরার বউবাজার এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে মোসাম্মৎ তামান্না (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় স্বামী সিদ্দিককে (২৬) আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টায় তাকে অচেতন অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গভীর রাতে রামপুরা থেকে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।
উদ্ধার করে নিয়ে আসা স্বামী সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে তামান্না। পরে তাকে আটক করে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।