শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২, ১১:১৫ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২২, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ফের ময়লার গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

মারুফ হাসান: রাজধানীর কাফরুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর কাফরুল স্টাফ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাব্বির আহম্মেদ রকি। তার পরিচয় জানা যায়নি। এতে আরো দুজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, ময়লার গাড়ির চালক আব্দুস সালামকে আটক করা হয়েছে। তিনি পুলিশ হেফাজতে আছেন।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ভাস্কর রায় বলেন, ‘ময়লার গাড়ির ধাক্কায় সাব্বির আহম্মেদ রকি নামে একজন নিহত হয়েছেন। আমরা তথ্য সংগ্রহ করছি, পরে বিস্তারিত জানাতে পারব।’

রাতে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, ‘২৫ বছর বয়সী রকি ছাত্রলীগের সাবেক কর্মী। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরিবারের লোকজন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছেন। রকির মরদেহ সেখানেই রাখা। আমাদের একটি টিম সেখানে আছে। তারা রকির মরদেহের সুরতহাল করছে।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের গাড়িটি ইউটার্ন করতে গিয়ে দুর্ঘটনা। রকি তখন গাড়ির সামনে পড়ে যান। এ ঘটনায় মামলা হয়নি। পরিবারের লোকজন থানায় আসলে মামলা হবে।’

এদিকে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ি একাধিক দুর্ঘটনা ঘটায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়