শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২, ১১:১৫ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২২, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ফের ময়লার গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

মারুফ হাসান: রাজধানীর কাফরুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর কাফরুল স্টাফ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাব্বির আহম্মেদ রকি। তার পরিচয় জানা যায়নি। এতে আরো দুজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, ময়লার গাড়ির চালক আব্দুস সালামকে আটক করা হয়েছে। তিনি পুলিশ হেফাজতে আছেন।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ভাস্কর রায় বলেন, ‘ময়লার গাড়ির ধাক্কায় সাব্বির আহম্মেদ রকি নামে একজন নিহত হয়েছেন। আমরা তথ্য সংগ্রহ করছি, পরে বিস্তারিত জানাতে পারব।’

রাতে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, ‘২৫ বছর বয়সী রকি ছাত্রলীগের সাবেক কর্মী। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরিবারের লোকজন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছেন। রকির মরদেহ সেখানেই রাখা। আমাদের একটি টিম সেখানে আছে। তারা রকির মরদেহের সুরতহাল করছে।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের গাড়িটি ইউটার্ন করতে গিয়ে দুর্ঘটনা। রকি তখন গাড়ির সামনে পড়ে যান। এ ঘটনায় মামলা হয়নি। পরিবারের লোকজন থানায় আসলে মামলা হবে।’

এদিকে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ি একাধিক দুর্ঘটনা ঘটায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়