শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে গণতন্ত্রের কবর থেকে ফিরে এসেছে দেশ: অ্যাটর্নি জেনারেল ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৭:০৮ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমন্ডি ২৭ নম্বরে পুলিশ-যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ

মুযনিবীন নাইম: [২] ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে পুলিশ ও যুবলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

[৩] বৃহস্পতিবার সকাল সকাল পৌনে ১১টা থেকে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তখন শিক্ষার্থীরা ২৭ নম্বরের বিভিন্ন গলি ও লালমাটিয়া এলাকায় অবস্থান নেয়।

[৪] পরে দুপুর ২টার দিকে ২৭ নম্বর মীনা বাজারের সামনে অবস্থান নিলে পুলিশ সেখানে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। পুলিশের সঙ্গে আসাদগেট ও সায়েন্সল্যাব থেকে আসা যুবলীগও শিক্ষার্থীদের ধাওয়া করতে থাকে। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে আন্দোলনকারীরা বিভিন্ন রাস্তায় আগুন ধরায়।

[৪] এ অবস্থা চলার মধ্যে বিকেল সাড়ে ৩টায় পুলিশ ও যুবলীগ আবার শিক্ষার্থীদের ধাওয়া করে। এ প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা সাতমসজিদ রোডে আবাহনী মাঠের সামনে অবস্থান নিয়েছেন। পুলিশ অবস্থান করছে ২৭ নম্বর এলাকার বাংলাদেশ আই হসপিটালের সামনে।

[৫] কয়েক দফা সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। তাদেরকে অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়