শিরোনাম
◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ১২:২০ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণখানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

মোস্তাফিজুর রহমান: রাজধানীর দক্ষিণখানে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে সেলিম (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণখান ফায়দাবাদ কবরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সেলিমের সহকর্মী মো. জসিম জানান, তারা ফায়দাবাদে একটি নির্মাণাধীন ভবনে কাজ করেন। সেলিম রাজমিস্ত্রির কাজ করতেন। বিকেলে সেলিম চারতলায় প্লাস্টারের কাজ করছিলেন। সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে দ্রুত উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যান।

তিনি আরও জানান, নিহত সেলিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে। বাবার নাম মোফাজ্জল হোসেন। বর্তমানে ফায়দাবাদের ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানায় অবহিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়