জেরিন আহমেদ : [২] ‘নির্বাচন কমিশন আইন’ ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখার সরকারের নতুন একটা কৌশল মাত্র বলে মন্তব্য করছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
[৩] আ স ম রব বলেন, আইন প্রণয়ন করলে বা সংবিধানে নির্দেশনা থাকলেই 'গণতন্ত্র' ও 'ভোটাধিকার' সুরক্ষিত হয় না। গত কয়েক বছরে তা বহুবার প্রমাণিত।
[৪] তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে জয়লাভ করাটাকেই সরকার 'অধিকার' বলে মনে করে। নির্বাচন কমিশন আইন অতীতের কলঙ্কিত সার্চ কমিটিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে মাত্র, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সম্ভাবনাও সৃষ্টি করেনি।
[৫] এই আইনে জনগণের ভোটাধিকারের স্বপ্ন আরও তিরোহিত হয়েছে বলেও মন্তব্য করেন জেএসডি সভাপতি।