সুমাইয়া মিতু: [২] বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শপথ নেন হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট ও বামপন্থী নেত্রী সিওমারা কাস্ত্রো। বিচারপতি কারলা রোমোরোর ২৯ হাজার মানুষের উপস্থিতিতে ৬২ বছর বয়সী সিওমারাকে প্রেসিডেন্টের উত্তরীয় পরিয়ে দেন। রয়টার্স
[৩] শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ এবং তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইসহ বিশ্বের অনেক স্বনামধন্য ব্যক্তি।
[৪] গত নভেম্বরে হন্ডুরাসে ডানপন্থী ন্যাশনাল পার্টির ১২ বছরের শাসনের ইতি ঘটিয়ে জয় লাভ করেন সিওমারা কাস্ত্রো। বৃহস্পতিবার সিওমারা এক টুইটার পোস্টে লেখেন, ‘১২ বছরের সংগ্রাম, ১২ বছরের প্রতিরোধের মধ্য দিয়ে আজ জনগণের সরকার যাত্রা শুরু করল।