শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে ছাত্রলীগ নেত্রী ভুয়া ভিডিও ছড়িয়ে ধর্ষণের মিথ্যা দাবি, এএফপি ফ্যাক্ট চেক ◈ বিশ্বকাপে সর্বনিম্ম ৬০ ডলারের টিকেট ছাড়লো ফিফা  ◈ রাতারাতি বদ‌লে গে‌লো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট ◈ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনা  ◈ দুটি ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক, বাড়ছে টানাপোড়েন ◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সিপিজের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ১১:৪৩ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে ছাগল গাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, নারীসহ ৫ জন আহত

অপু রহমান: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের কাহেনা গ্রামে ছাগলে গাছ খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] হামলার সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে। এঘটনায় আহতের ভাই নুর মোহাম্মদ মোল্লা বাদী হয়ে সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা এলাকায় হালিম মোল্লার ছাগল পাশ্ববর্তী আমির হোসেনের লাগানো কয়েকটি কাঠাল গাছ মঙ্গলবার সকালে খেয়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিকেল ৪ টার দিকে হালিম মোল্লার নেতৃত্বে শাকিল মোল্লা, রিফাত মোল্লা, আবুল মোল্লা, হামিদ ও রাতুলসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র দা, লোহার রড হকিস্টিক ও কাঠের রুল নিয়ে আমির হোসেনের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

[৪] হামলায় আমির হোসেন, মুকবুল হোসেন, সোহেল ও মাসুদা বেগম আহত হয়। ঘটনার সময় আমির হোসেনের বাড়িঘর, আসবাবপত্র, সুকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়। এতে বাঁধা দেওয়ায় আমির হোসেনের স্ত্রী মাসুদা বেগমকে মারধর ও শ্লীলতাহানী করে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আমির হোসেনের অবস্থাআশংকাজনক বলেজানিয়েছেন স্বজনরা। অভিযুক্ত হালিম মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। আমাদের লোকজনও আহত আছেন।সোনারগাঁ থানার ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করেছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়