মাকসুদ রহমান: [২] সোমবার ইন্ডিয়ান মহারাজাসকে ৩৬ রানে হারায় এশিয়ান লায়ন্স। এই জয়ের মাধ্যমে ইন্ডিয়ান মহারাজাস এর বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু পরও টানা দুই ম্যাচ জয়ে লিজেন্ডদের প্রতিযোগীতায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের কিংবদন্তি লেগ স্পিনার মোহাম্মদ রফিকের এশিয়ান লায়ন্স।
[৩] ইন্ডিয়ান মহারাজাস দলের সর্বোচ্চ স্কোরার ওয়াসিম জাফর ও স্টুয়ার্ট বিনির উইকেট নিয়ে লায়ন্সদের জয়ে বড় অবদান রাখেন মোহাম্মদ রফিক।
[৪] প্রথমে ব্যাট করে উপল থারাঙ্গার ৭২ এবং অজগর আফগানের ২৪৬ স্ট্রাইক রেটে অপরাজিত ৬৯ রানের সুবাদে ৪ উইকেটে ১৯৩ রান করে মিসবাহর দল।
[৫] ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৭ রানে থামে ইন্ডিয়ান মহারাজাসের ইনিংস। দুটি করে উইকেট নেন মোহাম্মদ রফিক, আসগর আফগান ও নুয়ান কুলাসেকারা ।