শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাবিপ্রবির ভিসিকে অপসরণের দাবি বাম গণতান্ত্রিক জোটের

মহসীন কবির: [২] সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সমর্থন দিয়ে একই দাবি সরকারের কাছে জানিয়েছে সংগঠনটি।

[৩] মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত এক সংহতি অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

[৪] সংহতি অবস্থান কর্মসূচি থেকে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা দাবি করতে চাই অনতিবিলম্বে শাবিপ্রবির ভিসিকে অপসারণ করা হোক। সরকার অজুহাত দিয়ে এটাকে জেদে পরিণত করেছে। হাজার হাজার শিক্ষার্থীদের জীবন যেখানে বিপন্ন, অনশনরত শিক্ষার্থীরা তাদের জীবন মরণের মাঝে দাঁড়িয়ে আছে তাদের বিষয়ে সরকারকে বলতে চাই, কোনো শিক্ষার্থীর জীবন বিপন্ন হলে এই সরকার, সরকারের শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবেন। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রগতিশীল শিক্ষকরা এবং দেশের সাধারণ মানুষ শাবিপ্রবির শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। তারা লড়াই করছেন একটা অন্যায়ের বিরুদ্ধে।

[৫] তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। যার সঙ্গে সরকারি দলের নানা স্তরের লোকজন আজ সম্পর্কিত। তার বিরুদ্ধে দেশের মানুষ ও শাবিপ্রবির শিক্ষার্থীরা আজ অবস্থান নিয়েছেন। তাই আর জল ঘোলা না করে, কাল বিলম্ব না করে, সব জেদ অহমিকা পরিহার করে অনতিবিলম্বে সিলেটে গিয়ে (ভিসি যদি স্বেচ্ছায় সম্মানের সঙ্গে পদত্যাগ না করে) তাকে অপসারণ করুন। এই দুষ্কর্মের সঙ্গে যারা জড়িত তাদের অপসারণ করুন এবং আইনের আওতায় আনুন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা চালিয়েছেন, তাদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহীদের আইনের আওতায় আনুন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়