স্পোর্টস ডেস্ক: [২] বিপিএলে আজকের প্রথম ম্যাচে মিনিস্টিার গ্রুপ ঢাকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে সিলেট সানরাইজার্স। উভয় দলের একাদশ দেওয়া হলো:-
[৩] মিনিস্টার গ্রুপ ঢাকা: তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, মোহ্ম¥দ নাঈম, জহুরুল ইসলাম, মাহমুদুল্লাহ, শুভাগত হােম, আন্দে রাসেল, মাশরাফি বিন মর্তুজা, ইসুরু উদানা, হাসান মুরাদ এবং রুবেল হোসেন।
[৪] সিলেট সানরাইজার্স: আনামুল হক, লেন্ডি সিমন্স, কলিন ইনগ্রাম, মিথুন, রবি বোপারা, মোসাদ্দেক হোসেন, সোহাগ গাজি, মুক্তার আলি, সানজামুল ইসলাম, নাজমুল ইসলাম এবং তাসকিন আহমেদ।