শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ০৩:৩০ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজম খান: জাফর ইকবাল স্যারের দোষটা আসলে কী?

আজম খান: অধ্যাপক জাফর ইকবালের সমালোচনা করা সোজা। তাঁর সঙ্গে যারা সামনে বসে দুই ঘণ্টাও আড্ডা দিয়েছে তারা সবাই জানে এই লোকটা কতোটা সহজ-সরল এবং ভালো মানুষ। কোপানের পরেও হামলাকারীর প্রতি কোনো রাগ-ক্ষোভ না রেখে উল্টা একটা ছেলের জীবন কীভাবে শেষ হয়ে গেলো সেজন্য মন খারাপ করা জাফর ইকবালকে দিয়েই সম্ভব। তার সমালোচনা করা অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি। ব্যক্তিজীবনে তারা কী পরিমাণে অসভ্য এবং অসৎ সেটা খুব ভালো করে জানি। কচি পোলাপানের মধ্যে যেগুলো সমালোচনা করে তাদের খুব একটা চিনি না। গত কয়েকদিন ধরে এই নধর ছানাগুলো জাফর ইকবালকে ট্রল করতে করতে শেষ। যেন জাফর ইকবাল শাহজালাল বিশ্ববিদ্যালয় চালান। তিনি এবং তাঁর স্ত্রী ২০১৮ সালে সেখানের চাকরি ছেড়ে দিয়ে চলে গেছেন তা এই কচি নধর ছানাগুলো জানে না।

আরও জানে না কোপ খাওয়ার পর থেকে জাফর ইকবাল আড়ালে থাকতে চান। কিন্তু কচি নধর ছানাগুলো তার এই ব্যক্তিগত ব্যাপারটাকে সম্মান করতে চায় না। কারণ তারা জানে জাফর ইকবাল ভালো মানুষ। তাঁর বিরুদ্ধে জেনে হোক আর না জেনে হোক যেকোনো কিছু বলা যাবে। জাফর ইকবাল কোপ দিতে আসবে না। কিন্তু জাফর ইকবালকে কোপানোর জ্ন্য যে বিশেষ গোষ্ঠী দায়ী তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। জানে বললেই কুল্লুখালাস। বরং তাদের সঙ্গে বাদ্যযন্ত্রবিহীন কাওয়ালির আয়োজন করলে সুবিধা। সেফ সাইডে থাকা যাবে, ব্যালেন্স করা যাবে। নধর ছানাগুলো এটা বোঝে না এই ব্যালেন্সের ব্যাপারটা তাদের মতো ভালো বুঝলে জাফর ইকবালের কোপ খেয়ে আহত হতে হয় না। বরং এই সরকারের পুরো আমলটা ভিসি হয়েই কাটাতে পারতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়