শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ০২:৩১ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে নিয়ে সুখবর দিল পিএসজি

স্পোর্টস ডেস্ক: পিএসজির হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন গেল ২২ ডিসেম্বর। এরপর করোনা আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিলেন এতদিন। সময়টিভি

এরই মধ্যে করোনা থেকে সেরে ওঠে ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করেছেন। তবে কবে নাগাদ মাঠে নামবেন তা নিয়ে ছিল জল্পনা। এবার সেটিও নিশ্চিত করল প্যারিসের জায়ান্টরা।

পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো নিশ্চিত করেছেন রোববার (২৩ জানুয়ারি) লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে রেইমসের বিপক্ষে খেলবেন মেসি।

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। যেখানে জায়গা হয়নি লিওনেল মেসির।

আলবিসেলেস্তেদের স্কোয়াড ঘোষণার ঠিক পরদিন শুক্রবার (২১ জানুয়ারি) ক্লাব পিএসজির হয়ে অনুশীলনে ফেরেন মেসি। সতীর্থদের সঙ্গে অনুশীলন ফিরতে পেরে যেন স্বস্তি পেলেন তিনি। অনুশীলনের সারাটা সময় বেশ ফুরফুরে মেজাজে ছিলেন।

গত কয়েকটা দিন কম ধকল যায়নি। বড়দিনের ছুটিতে দেশে গিয়ে করোনা আক্রান্ত হন। এরপর করোনা থেকে সেরে উঠলেও পিএসজির হয়ে বেশ কিছুদিন মাঠের বাইরে রয়েছেন। এরপর আর্জেন্টিনার স্কোয়াডেও জায়গা হারান।

এদিকে, বার্সেলোনার সঙ্গে বন্ধন ছিন্ন করে গত বছর পিএসজিতে যোগ দেন মেসি। তার আশা প্যারিসের ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন তিনি। কিন্তু স্কাই স্পোর্টসের পণ্ডিত জেমি ক্যারাগার বলছেন, মেসির এই ট্রান্সফার নাকি সফল হবে না। মেসিও বসে থাকেননি, এমন মন্তব্যের জেরে ইনস্টাগ্রামে ক্যারাগারকে ‘গাধা’ অ্যাখ্যা দিয়ে এসেছেন তিনি।

এ ঘটনা অবশ্য গত বছরের। তা কেবলই সামনে এনেছেন ইংলিশ ফুটবল বিষয়ক পণ্ডিত। ফুটবলবোদ্ধা হিসেবে ক্যারাগারের বহু আলোচনায় চলে আসেন মেসি। তেমনি একবার মেসির পিএসজির দল বদল এতটা লাভজনক হবে না মন্তব্য করেছিলেন ক্যারাগার। এ সম্পর্কে তিনি বলেন, ‘ইনস্টাগ্রামে আমি মেসির কাছ থেকে একটি ম্যাসেজ পেয়েছি। সে আমাকে গাধা বলে সম্বোধন করেছে।’

এমন বাজে মন্তব্য পেয়ে ক্যারগার কোথায় ফুঁসবেন সেটা না করে তিনি নাকি মেসির কথায় আনন্দই পেয়েছেন। এ সম্পর্কে পরে এক টুইটে তিনি বলেন, ‘মেসির কাছ থেকে গাধা অ্যাখ্যা পেয়ে সম্মানিতই বোধ করছি।’

গাধাকাণ্ডে জেমি আনন্দ পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তার সমর্থক থেকে শুরু করে নিন্দুকেরাও। তাদের বক্তব্য, মেসির মতো একজন বিশ্বসেরা খেলোয়াড় কেন একজন ফুটবল বিশ্লেষককে গাধা বলতে যাবেন। বিশ্লেষকরা তো কথায় কথায় কত কিছুই বলতে পারেন। তার জন্য ব্যক্তিগত আক্রমণের দরকারটা কী! আবার অনেকে বলছেন, মেসি যা করেছেন তা ঠিকই আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়