শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ০২:১৮ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : [২] বৃষ্টি আইনে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইগার যুবারা।

[৩] শনিবার (২২ জানুয়ারি) টস জিতে প্রথমে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই ধীর গতিতে রান করতে থাকতে ইউএই। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই ১৪৮ রানে অল আউট হয় আরব আমিরাত। ধ্রুব ৩৩ আলিশান ২৩ এবং পুণ্য মেহরা করেন সর্বোচ্চ ৪৩ রান। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল নেন ৩ উইকেট দুটি করে উইকেট নেন তানজিম হাসান শাকিব ও আশিকুর জামান।

[৪] জিততে হলে রাকিবুল বাহিনীকে করতে হতো মাত্র ১৪৯ রান। সহজ টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাও হয় দুর্দান্ত। দুই ওপেনার মাহফিজুল হক ও ইফতেখার ইসলামের ওপেনিং পার্টনারশিপে আসে ৮৬ রান। অবশ্য এরপরই ৭০ বলে ব্যক্তিগত ৩৭ রানের মাথায় আউট হন ইফতি।

[৫] আর এরপরই বৃষ্টির কারণে বন্ধ থাকে খেলা। শেষমেশ মাঠে আর বল গড়ায়নি। আর তাই বৃষ্টি আইনে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে লাল-সবুজ বাহিনী।

[৬] এ ম্যাচের আগে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের পয়েন্ট সংখ্যা সমান, ২ করে। ম্যাচটিতে যারা জিততো তারাই পৌঁছে যেত পরবর্তী ধাপে। তবে শেষমেশ সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক নিজেদের করে নিয়েছে যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

[৭] আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্ট যাত্রা করেছিল দ্বিতীয় বার শিরোপা জয়ের লক্ষ্যে নিয়ে। তবে আসরের প্রথম ম্যাচেই সমর্থকদের হতাশ করেছে টাইগার যুবারা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারে রাকিবুল হাসানের নেতৃত্বধীন খুদে টাইগাররা। অথচ অধিনায়কসহ দলে বেশকিছু ক্রিকেটার আছেন যারা গত আসরে দক্ষিণ আফ্রিকা দুর্গ জয় করে চ্যাম্পিয়ন হয়েছিল।

[৮] অবশ্য আসরের দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বেশ দাপটের সঙ্গেই কানাডাকে হারায় রাকিবুলের দল। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শতরান করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের রানে ফেরা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সেই ধারাবাহিকতায় এবার আরব আমিরাতকেও হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

[৯] এদিকে গ্রুপ ‘ডি’ থেকে শেষ আটের রাস্তা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার যুবারা। গ্রুপ পর্বের লড়াইয়ে লঙ্কান যুবারা হারিয়েছে অস্ট্রেলিয়া, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডকে। খুদে লায়ন্সদের বিপক্ষে হারলেও অজি যুবারা ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যানকে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়