নাহিদ হাসান: [২] আগামীকাল শুক্রবার পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের অষ্টম আসরের। যে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ২০১২ সালে শুরু হয়েছিল এই আসরটি, সেই উদ্দীপনা এখন বেড়ে যাওয়া তো দুরের কথা, বরং বলা যায় তা অনেকটাই কমে গেছে। বাঙ্গিনিউজ
[৩] এবিডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ব্রেন্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ড, বাবর আজম, শোয়েব মালিক, জোফরা আর্চার, জো রুট, ড্যারেন সামির মত ক্রিকেটাররা যেখানে খেলে গেছেন, সেখানে এবার তারার সংখ্যা অনেক কম। নেই ডিএরএস (রিভিউ) এর মত আধুনিক সিস্টেম। একই মাঠে গাদাগাদি করে অনুশীলন করতে হয়েছে ৬ দলের।
[৪] এবারের আয়োজনের আকার, পরিধি ও অবয়ব সংকুচিত হয়েছে বলেই আসছে না আন্তর্জাতিক টাইটেল স্পন্সর। তবে ভেতরের খবর হলো, বিবিএস কেবলস আর ওয়ালটন থাকছে এবারের বিপিএল টাইটেল স্পন্সর। মূল স্পন্সর থাকছে বিবিএস কেবল। পাওয়ার্ড বাই ওয়ালটন।