শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৪:৫৭ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনির্বাচিত নিশীরাতের সরকার কোনো আইন পাশ করতে পারে না: মির্জা আব্বাস

শাহীন খন্দকার: [২] আওয়ামী লীগ ক্ষমতা পাকাপোক্ত করতে নির্বাচন কমিশন আইন পাস করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

[৩] অনির্বাচিত সরকার কোনো আইন পাস করতে পারে না,সরকারের প্রতি প্রশ্ন রেখে বিএনপির এ নীতিনির্ধারক বলেন, 'আপনারা কিসের আইন পাস করবেন? আপনারা তো অনির্বাচিত সরকার। আপনারা কোনো আইন পাস করতে পারেন না। আপনারা যে আইন পাস করবেন সেটি বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।'

[৪] মির্জা আব্বাস বলেন, 'আজকে পত্রিকায় দেখলাম ইঁচড়ে পাকা একটা ছেলে হাছান মাহমুদ নাকি কি যেন নাম তিনি খুব পাকা পাকা কথা বলেন। তিনি বলেছেন বিএনপি বোঝেনি আমরা কী করতে যাচ্ছি। বিএনপি খুব ভালো করে বোঝে আপনারা কী করতে যাচ্ছেন। আপনারা বাকশালকে পুনঃপ্রবর্তন করতে যাচ্ছেন। এটা বিএনপি খুব ভালো জানে।'

[৫] জিয়াউর রহমানের স্মৃতিস্মারণ করে সাবেক এ মন্ত্রী ও মেয়র বলেন, এখানে অনেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেননি। তার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। আর যদি এমনি এমনি দিবসগুলো চলে যায় তাহলে জিয়াউর রহমান সম্পর্কে জানা হবে না।

[৬] মির্জা আব্বাস বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের যাদের জিয়ার সঙ্গে রাজনীতি করার সুযোগ হয়েছে সেদিক থেকে বলতে চাই আমরা একজন ক্ষণজন্ম পুরুষকে হারিয়েছি। দেশি প্রভুদের নির্দেশে তাকে (জিয়াউর রহমানকে) হত্যা করা হয়েছে।

[৭] তিনি বলেন, 'যারা ভেবেছিল জিয়াউর রহমানকে শেষ করে দিলে বিএনপি শেষ হয়ে যাবে তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম জিয়া আজ হাসপাতালে ধুকে ধুকে মৃত্যু শয্যায় জীবন কাটাচ্ছেন। আমাদের নেতা তারেক রহমান বিদেশের মাটি থেকে বাংলাদেশে আসার প্রহর গুণছেন। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়