মাজহারুল শিপলু: [২] ১৩৬ টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের জাতীয় সংসদ একাদশ উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খান আহমেদ শুভ। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমের ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্র থেকে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন, রিটানিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।
৮৭ হাজার ২৮৬ ভোটের ব্যবধানে শুভ জয়ী
সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হয়েছে : ইসি
ভোট পড়েছে ৩৬ শতাংশ
জামানত হারিয়েছেন তিন প্রার্থী
ইভিএমে নতুন অভিজ্ঞতা ভোটারদের
[৩] এ নির্বাচনে ৮৭ হাজার ২৮৬ ভোটের ব্যবধানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের খান আহমেদ শুভ বিজয়ী হয়। শুভ ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জহির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭শত ৭৩ ভোট। এ নির্বাচনে মোট ১ লাখ ২৪ হাজার ৭শত ৫১ বৈধ ভোট পড়েছে এবং মোট ভোটারের ৩৬ শতাংশ ভোট পড়েছে।
[৪] এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নূরু (মোটরগাড়ি) ২৪ শত ৩৬ ভোট, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুরি) ১ হাজার ৪৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির রূপা রায় চৌধুরী (ডাব) ৪শত ৩৮ ভোট পেয়ে এই তিন প্রার্থী জামানত হারিয়েছেন।
[৫] উপজেলার ১২১টি কেন্দ্রের ৭৫৬ টি কক্ষে প্রথমবারের মতো ইভিএম’এ ভোট হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ভোটকেন্দ্র গুলোতে ৮ ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও মোতায়েন ছিলো র্যাব, পুলিশ, বিজিবি, আনসার।
[৬] প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর এই আসনের টানা চারবারের এমপি একাব্বর হোসেনের ইন্তেকালের পর আসনটি শুণ্য হয়। এ উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে নারী ১ লাখ ৭০ হাজার ৫০১ জন ও পুরুষ ১ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন এবং এদের মধ্যে ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
[৭] টাঙ্গাইল-৭ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন মির্জাপুরবাসীকে উপহার দিতে পেরেছি। সম্পাদনা: শান্ত মজুমদার