শিরোনাম
◈ ১৫ মাসে নতুন ২৬ দল: প্রেসক্লাবকেন্দ্রিক আত্মপ্রকাশে ভিড়, অনেকেরই নেই কার্যালয়–ধারণা, উদ্দেশ্য ও টিকে থাকা নিয়ে প্রশ্ন ◈ হাসিনার রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: ১৫ হাজার পুলিশ মোতায়েন, যানচলাচল কমে নিস্তব্ধ ঢাকা ◈ ‘আন্তর্জাতিক মানদণ্ডে ন্যায্য রায় আশা করি’—হাসিনার মামলা ঘিরে ফখরুলের ফেসবুক পোস্ট ◈ শেখ হাসিনার মামলার রায় ঘি‌রে রাতে বিভিন্ন জায়গায় ককটেল, বাসে আগুন, মশাল মিছিল ◈ মীর মুগ্ধর ভাইয়ের দাবি: ‘হাসিনার অপরাধে হাজারবার ফাঁসিও যথেষ্ট নয়’ ◈ উৎকণ্ঠা ভারতের সংবাদ মাধ্যমে: ‘হাসিনার কি মৃত্যুদণ্ড হবে?’ ◈ আমার প্রত্যাশা আমার ক্লায়েন্ট শেখ হাসিনা খালাস পাবেন, এটা আমি বিশ্বাস করি: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ◈ ইতালিকে ৪-১ গো‌লে হা‌রি‌য়ে বিশ্বকাপে নরওয়ে ◈ মধ্যরাতে কিশোরগঞ্জের গ্রামীণ ব্যাংকে আগুন ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে হোয়াইটওয়াশ হ‌লো শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:২১ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে নয়ন হত্যাকাণ্ড : যুবলীগ নেতা সহ ৩১জনের বিরুদ্ধে মামলা

মোতাহার খান : [২] গাজীপুরের শ্রীপূরে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা নয়ন হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। নিহতের ভাই রতন শেখ বাদী হয়ে ২১জন এবং ১০অজ্ঞাত ব্যক্তি সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার প্রধান আসামী করা হয়েছে যুবলীগ নেতা খায়রুল মীরকে।

[৩] মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩জানুয়ারী) রাতে উপজেলার কাওরাইদ বাজারে আ'লীগ অফিসে ছাত্রীগ নেতা নয়ন শেখকে অবরুদ্ধ করে মারপিট করা হয়। আত্ন রক্ষার জন্য দৌড়ে পালানোর সময় পুকুরে পড়ে যায় নয়ন। এসময় খায়রুল মীর ও তার সহযোগীরা পুকুরে ফেলে পিটিয়ে নয়নকে হত্যা কের।

[৪] এ ঘটনায় নিহতের বড় ভাই রতন শেখ বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রধান অভিযোক্ত করা হয়েছে খায়রুল মীরকে। ২১জনের নাম সহ অজ্ঞাত ১০জন সহ ৩১জনের বিরুদ্ধে মামলা করা হয়।

[৫] শুক্রবার রাত সাতটার দিকে বেলদিয়া গ্রামে নয়নের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় ইউপির চেয়ারম্যান সহ শত শত লোক অংশগ্রহন করেন।

[৬] এ দিকে নয়ন হত্যাকাণ্ডের দু'দিন পরও কোন আসামী গ্রেফতান হয়নি। শনিবার দুপুরে নয়নের বাড়িতে গিয়ে দেখাযায় নয়নের বৃদ্ধা মা মনোয়ারা বেগম পুত্রশোকে অসুস্থ্য হয়ে পড়েছেন।

[৭] শোকে কাতর মনোয়ারা বলেন, খায়রুল তার লোকনিয়ে আমার পুত্রকে মারছে। আমি অনেক হাতে পায়ে ধরেছি। তারা নয়নকে ছাড়েনি।প্রানে বাচতে নয়ন পুকুরে পরেও বাঁচতে পারেনি। আমি নয়ন হত্যাকারীদের বিচার চাই।

[৮] মামলার বাদী নয়নের বড় ভাই রতন শেখ জানান, ঘটনার দুদিন পার হলেও কোন আসামী গ্রফতার হয়নি। তিনি অবিলম্বে আসামীদের ধরে আইনের আওতায় আনার দাবী করেন।

[৯] মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান,ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছে। আসামীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সম্পাদনা : জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়