শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:২১ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে নয়ন হত্যাকাণ্ড : যুবলীগ নেতা সহ ৩১জনের বিরুদ্ধে মামলা

মোতাহার খান : [২] গাজীপুরের শ্রীপূরে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা নয়ন হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। নিহতের ভাই রতন শেখ বাদী হয়ে ২১জন এবং ১০অজ্ঞাত ব্যক্তি সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার প্রধান আসামী করা হয়েছে যুবলীগ নেতা খায়রুল মীরকে।

[৩] মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩জানুয়ারী) রাতে উপজেলার কাওরাইদ বাজারে আ'লীগ অফিসে ছাত্রীগ নেতা নয়ন শেখকে অবরুদ্ধ করে মারপিট করা হয়। আত্ন রক্ষার জন্য দৌড়ে পালানোর সময় পুকুরে পড়ে যায় নয়ন। এসময় খায়রুল মীর ও তার সহযোগীরা পুকুরে ফেলে পিটিয়ে নয়নকে হত্যা কের।

[৪] এ ঘটনায় নিহতের বড় ভাই রতন শেখ বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রধান অভিযোক্ত করা হয়েছে খায়রুল মীরকে। ২১জনের নাম সহ অজ্ঞাত ১০জন সহ ৩১জনের বিরুদ্ধে মামলা করা হয়।

[৫] শুক্রবার রাত সাতটার দিকে বেলদিয়া গ্রামে নয়নের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় ইউপির চেয়ারম্যান সহ শত শত লোক অংশগ্রহন করেন।

[৬] এ দিকে নয়ন হত্যাকাণ্ডের দু'দিন পরও কোন আসামী গ্রেফতান হয়নি। শনিবার দুপুরে নয়নের বাড়িতে গিয়ে দেখাযায় নয়নের বৃদ্ধা মা মনোয়ারা বেগম পুত্রশোকে অসুস্থ্য হয়ে পড়েছেন।

[৭] শোকে কাতর মনোয়ারা বলেন, খায়রুল তার লোকনিয়ে আমার পুত্রকে মারছে। আমি অনেক হাতে পায়ে ধরেছি। তারা নয়নকে ছাড়েনি।প্রানে বাচতে নয়ন পুকুরে পরেও বাঁচতে পারেনি। আমি নয়ন হত্যাকারীদের বিচার চাই।

[৮] মামলার বাদী নয়নের বড় ভাই রতন শেখ জানান, ঘটনার দুদিন পার হলেও কোন আসামী গ্রফতার হয়নি। তিনি অবিলম্বে আসামীদের ধরে আইনের আওতায় আনার দাবী করেন।

[৯] মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান,ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছে। আসামীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সম্পাদনা : জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়