শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২, ০২:৪২ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২২, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিআরবে বাংলাদেশীর মরদেহ হিমঘরে

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] দেশের অর্থনৈতির চাকা সচল রাখতে এবং পরিবারের সদস্যদের উন্নত জীবন উপহার দিতে সকল কিছু বিসর্জন দিয়েই একজন ব্যক্তিকে পাড়ি জমাত হয় প্রবাসে, নাম লেখাতে হয় প্রবাসীর তালিকাতে।

[৩] ঠিক তেমনি করেই সৌদি প্রবাসীর তালিকায় নাম লেখান মোহাম্মদ হাসান মিয়া (৪০) কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গত ১৮/১২/২০২১ইং তারিখে সৌদি আরবের আল খোবার শহরের দ্বাহরান এলাকায় মোহাম্মদ হাসান মিয়ার মৃত্যু হয়।

[৪] পরিচিতি আত্মীয় কিংবা পরিবারের সন্ধান না পেয়ে বিপাকে পড়েছেন হাসপাতাল এবং দূতাবাস কতৃপক্ষ।

[৫] সৌদি প্রবাসী মৃত মোহাম্মদ হাসান মিয়ার নিকট প্রাপ্ত তথ্য মতে পাসপোর্ট নাম্বার (BY0645413), পিতাঃ আব্দুল গনি হাওলাদার, মাতাঃ হাসন বানু, স্ত্রীঃ রাজিয়া বেগম, ঠিকানাঃ কন্টকাটা, আমতলী,জেলা বরগুনা।

[৬] মৃত্যু সংক্রান্ত রিপোর্ট দ্বাহরান থানায় নিবন্ধিত করা হয়েছে। মৃতদেহ দাম্মাম সেন্ট্রাল হাসপাতাল মর্গের হিম ঘরে সংরক্ষিত করা অবস্থায় রয়েছে।

[৭] মৃতব্যক্তির লাশ স্থানীয়ভাবে দাফন কিংবা দেশে প্রেরণের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। এখন পর্যন্ত মৃতের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। উক্ত মৃতব্যক্তির স্বজনদের তথ্য পাওয়া গেলে বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ উইং এর প্রতিনিধির সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

[৮] জনাব জুবায়ের আহমদ, আইন সহকারী (খোবার)মোবাইল নাম্বার ০০৯৬৬৫৩১৮২৬২০৭ অথবা ডেথ এফেয়ারস সেকশন, লেবার উইং, মোবাইল নাম্বার ০০৯৬৬৫৭০২১২১৮০ তে যোগাযোগ করতে পরিবারের সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়