শিমুল মাহমুদ: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়ে শেখ রেহানাকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান সরকারের আমলে সব থেকে বড় ব্যর্থতা গণতন্ত্র কবরে গেছে। ভোট হয় না, লোকে ভোট দিতে পারে না।
[৩] নির্বাচন কমিশন নিয়োগে মহামান্য রাষ্ট্রপতি সংলাপের মাধ্যমে সময় ক্ষেপন ছাড়া আর কিছুই করতে পারবে না। এতে করে একদিকে অর্থ ব্যয় অন্যদিকে সময় ব্যয়। জাতির কোন কল্যাণ বয়ে আসবে না।
[৪] সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক মানববন্ধণে তিনি এ কথা বলেন।
[৫] ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মাননীয় রাষ্ট্রপতি আপনার কাঁধে বন্দুক রেখে হাসিনা ফায়ার করছেন। মনে করবেন না যে, বিচারটা কেবল আমার প্রধানমন্ত্রীর হবে। আপনারও বিচার হবে। এই অনাচারের বিচার হবে।
[৬] প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, ‘আপনার আমলে বড় ব্যর্থতা গণতন্ত্র কবরে গেছে, ভোট হয় না। লোকে ভোট দিতে পারে না, গণতন্ত্রহীন। আপনার অবস্থা এত খারাপ যে, পশ্চিম দিগন্তে আপনার বিরুদ্ধে ডঙ্কা বাজতে শুরু করেছে।’