স্পোর্টস ডেস্ক: [২] ঘরোয়া লিস্ট এ’ প্রতিযোগিতায় সিডনি থান্ডারের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখালেন সান্ধু। একমাত্র বোলার হিসেবে দুইবার হ্যাটট্রিক করার রেকর্ড তার। আবার পরপর তিন বলে উইকেট নেওয়ার কীর্তি গড়লেন গুরিন্দর সান্ধু। এবার টি-টোয়েন্টিতে বিগ ব্যাশে করলেন আসরের প্রথম হ্যাটট্রিক।
[৩] বৃষ্টির বাধায় ১৮ ওভারে নেমে আসা ম্যাচে পার্থ স্কর্চার্সের বিপক্ষে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এই কীর্তি গড়েন সান্ধু। দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেন সিডনি থান্ডারের হয়ে খেলা ২৮ বছর বয়সী এই পেসার।
[৪] বিগ ব্যাশে হ্যাটট্রিক করা ষষ্ঠ বোলার অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলা সান্ধু। তার এই অর্জনের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৬ উইকেটে জিতেছে সিডনি থান্ডার। - ক্রিকইনফো