মাজহারুল ইসলাম: [২] আসামিরা হলেন, আমেজ উদ্দিন ও মো. শাহজালাল। মামলার অপর দুই আসামি সমেজ উদ্দিন ও মো. আশরফুল এখনও পলাতক রয়েছেন। বাংলানিউজ২৪
[৩] রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, রোববার দুপুরে বন আদালতে দুই আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
[৪] জানা গেছে, গত বছরের ৯ নভেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ে বিদ্যুতের লাইনের সঙ্গে সংযুক্ত জিআই তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম এ ঘটনায় প্রথমে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ১১ নভেম্বর বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এ চারজনের নামে মামলা করেন। গারো পাহাড়ে হাতি হত্যায় এটিই প্রথম মামলা।