ডেস্ক রিপোর্ট : [২] করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় এক বছর পর পূর্বাচলে স্থায়ী ভবনে বসছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২। সবকিছু ঠিকঠাক থাকলে ১ জানুয়ারি (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। বার্তা ২৪
[৩] উদ্বোধনের আর মাত্র চারদিন বাকি থাকলেও মেলার কোন অবকাঠামো নির্মাণ শেষ হয়নি। এখনও চলছে পুরোদমে কর্মযজ্ঞ। তবে মেলার দায়িত্বে থাকা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছে, প্রায় ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
[৪] সোমবার (২৭ ডিসেম্বর) সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মেলার মূল আকর্ষণ প্রধান ফটক ও ভেতরে প্রবেশদ্বারে ৫টি মেগা প্রকল্পের কাঠামো ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির কাজ এখনও চলছে। এছাড়া মেলার ভেতরের রাস্তার নির্মাণ কাজ, সেন্টারের ভেতরে বঙ্গবন্ধু কর্নার ও কোনও স্টল তৈরির কাজ এখনও শেষ হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, উদ্বোধন পর্যন্ত অনেক কাজ অসমাপ্তই থেকে যাবে।
[৫] মেলায় দর্শনার্থীদের যাতায়াত সুবিধার্থে কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩০টি বিআরটিসি বাস চলাচল করবে।ন্যূনতম ভাড়া হতে পারে ২০ থেকে ২৫ টাকা। ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে পৌঁছানো যাবে।
[৬] এবার মেলার কেন্দ্রের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে ২২৫টি স্টল থাকবে। এরমধ্যে প্রিমিয়ার ও মিনি প্যাভিলিয়ন থাকবে ৫০টি, জেনারেল স্টল, ফুড কোড, মিনি স্টল, প্রিমিয়ার স্টল ১৫৪টি এবং ইউটিলিটি বুথ রাখা হয়েছে ২০-২২টি।
[৭] দর্শনার্থীদের গাড়ি রাখার জন্য সাত হাজার ৯১২ বর্গমিটার প্রস্থের দোতলা পার্কিং বিল্ডিং রয়েছে। যেখানে ৫০০টি গাড়ি রাখা যাবে। এছাড়া রাজউকের পানির প্ল্যান্ট ভাড়া নেওয়া হয়েছে। সেখানে এক হাজার গাড়ি পার্কিং হবে এবং এক্সিবিশন বিল্ডিংয়ের সামনের খোলা জায়গায় আরও এক হাজার গাড়ি পার্কিং করার সুযোগ আছে।