শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২১, ০৯:৩৮ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২১, ০৯:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কথা রাখলেন বশেমুরবিপ্রবি উপাচার্য, ক্যাম্পাসজুড়ে সুপেয় পানির ব্যবস্থা

মেহেদী হাসান: [২] গোপালগঞ্জ নদী বিধৌত হওয়ায় ও অতিরিক্ত খাল-বিল থাকাতে এ অঞ্চলের পানি অতিরিক্ত লবণাক্ত। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় নলকূপের মাধ্যমে তোলা পানি পান করা যায় না। এর ফলে দীর্ঘদিন ধরে পানি কিনে খেতে হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের। তাই শিক্ষার্থীদের দাবি ছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সুপেয় পানির ব্যবস্থা করা।

[৩] শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব সাংবাদিকদের উদ্দেশ্যে এ বছরের ফেব্রুয়ারিতে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন "সুপেয় পানি শিক্ষার্থীদের দাবি নয় বরং এটি শিক্ষার্থীদের অধিকার।ক্যাম্পাস খোলার সাথে সাথেই সুপেয় পানির ব্যবস্থা করা হবে। "

[৪] কথা রেখেছেন বশেমুরবিপ্রবি উপাচার্য। সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবনের সব কয়টি তলায় একাধিক স্থানে বসানো হয়েছে টিপকল। ফলে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পান করতে পারছেন বিশুদ্ধ পানি। এ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

[৫] এক সময় শ্রেণিকক্ষে ঢুকলে আর পানি পান করতে পারতেন না শিক্ষার্থীরা। বাসা থেকে পানির বোতল এনে কিংবা দোকান থেকে কিনে অথবা শ্রেণিকক্ষে 'পানির জার' কিনে পানি পান করতে হতো শিক্ষার্থীদের। কিন্তু বর্তমান উপাচার্যের তৎপরতায় সহজে বিশুদ্ধ পানি পান করতে পারছেন শিক্ষার্থীরা।

[৬] এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, এক সময় আবাসিক হলে এমনকি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর পানি কিনে খেতে হতো। এখন পানির ব্যবস্থা হওয়ায় যেমন অতিরিক্ত টাকা খরচ হচ্ছে না, তেমনি যেকোনো সময় বিশুদ্ধ পানি খেতে পারছি।

[৭] এ বিষয়ে কৃষি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন জনি বলেন, "গোপালগঞ্জে পানির সমস্যা প্রকট। বিশ্ববিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা করায় শিক্ষার্থীরা পানি পান সংক্রান্ত ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে এবং সহজেই হাতের নাগালে বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারছে।"

[৮] বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী ও গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, "দীর্ঘদিন ধরে আমাদের হলে পানি কিনেই খেতে হতো। কিন্তু উপাচার্য স্যারের এই ব্যবস্থার ফলে সবাই উপকৃত হয়েছি। স্যারকে ধন্যবাদ সকল শিক্ষার্থীদের কথা ভেবে অতিদ্রুত সময়ের মধ্যে সুপেয় পানির ব্যবস্থা করে দীর্ঘদিনের সমস্যার সমাধান করার জন্য। " সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়