মাকসুদ রহমান: [২] দারাজ-এর ফেসবুক লাইভে নিজের পছন্দের একাদশ প্রকাশ করেন সাকিব আল- হাসান। একাদশের সবার সাথেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সাকিব। পছন্দের একাদশের নেতৃত্ব পালনে থাকবেন হাবিবুল বাশার। ফেসবুক লাইভ
[৩] স্পিন নির্ভর টাইগারদের একাদশে সাকিব রেখেছেন দুজন স্পিনার যেখানে সাকিবের সঙ্গি হবেন মোহাম্মদ রফিক। আর পেস বিভাগে মাশরাফির সঙ্গি হবেন মুস্তাফিজ ও রুবেল।
[৪] ব্যাটিং ওপিনিংয়ে তামিমের সঙ্গী হবেন জাভেদ ওমর বেলিম। মিডল অর্ডারে থাকছেন মোহাম্মদ আশরাফুল।
[৫] সাকিবের পছন্দের একাদশ: হাবিবুল বাশার (অধিনায়ক), তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।