শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলার বোরহানউদ্দিনে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ২০

ফরহাদ হোসেন: [২] উপজেলার দেউলা ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন ভুট্ট তালুকদার (প্রতীক) পানির কল ও জাফর আহমেদ তালুকদার প্রতীক মোরগ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

[৩] রোববার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম গ্রামের মাঝি বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়।

[৪] জানা গেছে, ইসমাইল হোসেন ভুট্ট তালুকদার স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক আসাদুজ্জামান বাবুল এর সমর্থক এবং জাফর আহমেদ তালুকদার নৌকা প্রতীক মো. শাহজাদা তালুকদারের সমর্থক।

[৫] এদিকে নৌকা প্রতীক মো. শাহজাদা তালুকদার অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মো. বাবুল এর লোকজন আমার নেতা কর্মী সমর্থকদের উপর হামলা করে ইউনিয়ন যুবলীগের সভাপতি সহ ১৫ জনকে পিটিয়ে জখম করেছে।

[৬] অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবুল পাল্টা অভিযোগ করে বলেন, তারা আমার নেতা কর্মীর ওপর  হামলা করে আমাকেও আহত করেছে। তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।

[৭] বোরহানউদ্দিন থানার ওসি জানান, পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।সম্পাদনা: শান্ত মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়