শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলার বোরহানউদ্দিনে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ২০

ফরহাদ হোসেন: [২] উপজেলার দেউলা ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন ভুট্ট তালুকদার (প্রতীক) পানির কল ও জাফর আহমেদ তালুকদার প্রতীক মোরগ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

[৩] রোববার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম গ্রামের মাঝি বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়।

[৪] জানা গেছে, ইসমাইল হোসেন ভুট্ট তালুকদার স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক আসাদুজ্জামান বাবুল এর সমর্থক এবং জাফর আহমেদ তালুকদার নৌকা প্রতীক মো. শাহজাদা তালুকদারের সমর্থক।

[৫] এদিকে নৌকা প্রতীক মো. শাহজাদা তালুকদার অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মো. বাবুল এর লোকজন আমার নেতা কর্মী সমর্থকদের উপর হামলা করে ইউনিয়ন যুবলীগের সভাপতি সহ ১৫ জনকে পিটিয়ে জখম করেছে।

[৬] অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবুল পাল্টা অভিযোগ করে বলেন, তারা আমার নেতা কর্মীর ওপর  হামলা করে আমাকেও আহত করেছে। তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।

[৭] বোরহানউদ্দিন থানার ওসি জানান, পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।সম্পাদনা: শান্ত মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়