শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলার বোরহানউদ্দিনে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ২০

ফরহাদ হোসেন: [২] উপজেলার দেউলা ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন ভুট্ট তালুকদার (প্রতীক) পানির কল ও জাফর আহমেদ তালুকদার প্রতীক মোরগ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

[৩] রোববার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম গ্রামের মাঝি বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়।

[৪] জানা গেছে, ইসমাইল হোসেন ভুট্ট তালুকদার স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক আসাদুজ্জামান বাবুল এর সমর্থক এবং জাফর আহমেদ তালুকদার নৌকা প্রতীক মো. শাহজাদা তালুকদারের সমর্থক।

[৫] এদিকে নৌকা প্রতীক মো. শাহজাদা তালুকদার অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মো. বাবুল এর লোকজন আমার নেতা কর্মী সমর্থকদের উপর হামলা করে ইউনিয়ন যুবলীগের সভাপতি সহ ১৫ জনকে পিটিয়ে জখম করেছে।

[৬] অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবুল পাল্টা অভিযোগ করে বলেন, তারা আমার নেতা কর্মীর ওপর  হামলা করে আমাকেও আহত করেছে। তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।

[৭] বোরহানউদ্দিন থানার ওসি জানান, পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।সম্পাদনা: শান্ত মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়