শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার আবারো রক্তক্ষরণ হচ্ছে: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৩] বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেছেন। বিএনপি চেয়ারপার্সনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এই মানববন্ধনের আয়োজন করে।

[৪] মির্জা ফখরুল বলেন, গতকাল হাসপাতালে গিয়েছিলাম উনাকে দেখতে। তখন চিকিৎসরা জানান, আবারও তাঁর রক্তক্ষরণ হয়েছে। তিনি সংকটাপন্ন হয়ে পড়েছেন।

[৫] উনার চিকিৎসকরা খুব পরিষ্কার করে বলেছেন, বেগম খালেদা জিয়ার জীবন রক্ষা করার জন্য একমুহুর্ত দেরি না করে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো প্রয়োজন। কিন্তু সরকার প্রথম থেকেই এ বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে।

[৬] ফখরুল আরো বলেন, দেশনেত্রীর চিকিৎসার জন্য আমরা দীর্ঘ দিন আন্দোলন করছি। চিকিৎসকরা বলছেন, তাঁর লিভার সিরোসিস এখন এমন পর্যায়ে যে, এখানে সেই উন্নত চিকিৎসা নেই। উন্নত প্রযুক্তি নেই। যার মাধমে তারা লিভার সিরোসিসে চিকিৎসা করাতে তার সক্ষম হবে।

[৭] বিএনপি মহাসচিব বলেন, আপনাদের মনে থাকার কথা তিনি অত্যন্ত সুস্থ্য অবস্থায় হেঁটে কারাগারে গিয়েছিলেন। কয়েক বছর কারাগারে থাকার ফলে এবং পিজিতে তাঁর কোনো চিকিৎসা না হওয়ায় এমন অবস্থা হয়েছে। তিনি গত ২৬ দিন আইসিইউতে আছেন।

[৮] সরকারের উদ্দেশ্য তিনি বলেন, আইনের কথা বলেন, কেন মানুষকে বোকা বানাতে চান? ৪০১ ধারার যে আইনে তাকে আটকে রেখেছেন, সেই ধারায় শর্ত দিয়েছেন, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। ওই শর্তটা আপনার তুলতে পারেন। ওই শর্ত তুলে তাঁকে বিদেশে যাওয়ার সুযোগ দেন।

[১০] তাঁর পাসপোর্টের আবেদন বাতিল করে দিয়েছেন। অনতিবিলম্বে তার পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অনথায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটলে, কোন অঘটন ঘটলে এর সমস্ত দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়