মাকসুদ রহমান : [২] দলের নেতৃত্ব দেবেন ডিন এলগার। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার সিসান্ডা মাগালা ও উইকেটরক্ষক ব্যাটার রায়ান রিকলটন। দুই বছর পর দলে ডাক পেয়েছেন বোলার ডুয়ান অলিভিয়ের।- ক্রিকবাজ
[৩] দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানিয়েছে, জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের প্রাধান্য দিয়েই ভারতের বিপক্ষে ২১ সদস্যের স্কোয়াড নির্বাচন করা হয়েছে। -আনন্দবাজার
[৪] দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে যারা থাকছেন, এলগার (অধিনায়ক), বাভুমা (সহ-অধিনায়ক), ডিকক (উইকেটরক্ষক), রাবাদা, আরউয়ি, বেউরান হেনড্রিক্স, লিনডে, মহারাজ, লুঙ্গি এনগিডি, মারক্রাম, মালডার, নর্কিয়া, কিগান পিটারসেন, ডুসেন, কাইল ভেরায়নি, জানসেন, স্টারম্যান, সুব্রায়েন, মাগাল, রিকলটন, অলিভিয়ের।-এনডিটিভি