লিহান লিমা: [২]বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, চীনের মানবাধিকার লঙ্ঘনের খারাপ রেকর্ডের কারণে যুক্তরাষ্ট্র থেকে অলিম্পিকে কোনো প্রতিনিধি পাঠানো হবে না।
[৩]কিন্তু সেই সঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে, যে মার্কিন অ্যাথলেটরা বেইজিং অলিম্পিকে অংশ নেবেন তাদের পূর্ণ সরকারী সমর্থন দেয়া হবে। এর আগে চীন বলেছিলো যদি বেইজিং অলিম্পিক বয়কট করা হয় তবে তারা ‘পাল্টা পদক্ষেপ’ নেবে।
[৪]সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষ এই গেমসকে চীনা কর্তৃপক্ষের শিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের ঢাকনা হিসেবে দেখে। আমরা এটি তে অংশ নিতে পারি না। তবে অলিম্পিকের জন্য প্রশিক্ষণ নেয়া অ্যাথলেটদের অংশ নিতে বাধা দেয়া সঠিক মনে করে না কর্তৃপক্ষ তাই অ্যাথলেটরা গেলেও মার্কিন আনুষ্ঠানিক প্রতিনিধি দল বেইজিং অলিম্পিকে যাবে না।