মাসুদ কামাল: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটা অডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। এক ‘চিত্র নায়িকা’র সঙ্গে অশ্লীলতাপূর্ণ কথাবার্তা। দুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখলাম। সেখানে তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান সম্পর্কে এই একই লোক কিছু কথা বলেছেন। বলাবাহুল্য, সেগুলোও ছিলো কুরুচিপূর্ণ ও চরম অশ্লীলতায় ভরপুর। আমি বুঝি না, একজন প্রতিমন্ত্রীর ভাষা এতো অশ্লীল হয় কী করে? ইনি আবার একজন ডাক্তারও। একজন চিকিৎসকের চিন্তার রুচিই-বা এতো নীচু হয় কীভাবে? এমন সব গাড়ল লোককে মন্ত্রীর আসনে বসানোই বা হয় কেন? মন্ত্রী হিসাবে এই লোককে আর কতোদিন আমাদের বহন করতে হবে?