শিরোনাম
◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০টি রেসকিউ বোট ও তেল দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম সংযুক্ত ৪টি বোট পেলো কোস্ট গার্ড

সুজন কৈরী: [২] বাংলাদেশ কোস্ট গার্ডকে জাইকা প্রকল্পের সরবরাহকৃত ২০টি ১০মিটার রেসকিউ বোট এবং তেল দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম সংযুক্ত ৪টি ২০মিটার বোট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত।

[৩] সোমবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বাংলাদেশের উপকূলীয় জলসীমানা ও সমুদ্র এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করনের লক্ষ্যে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ড যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যবধি এ বাহিনী সমুদ্র সম্পদের সংরক্ষণ, উপকূলীয় অঞ্চলে চোরাচালান দমন, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, জাটকা ও মা ইলিশ নিধন প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ এবং বিভিন্ন দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণসহায়তার কাজ সফলভাবে করছে। এ সফলতাকে আরো গতিশীল করতে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে জাইকা বিভিন্ন ধাপে ২০টি ১০মিটার রেসকিউ বোট হস্তান্তর করা হয়।

[৪] সর্বশেষ এ প্রকল্পের আওতায় সোমবার তেল দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম সংযুক্ত ৪টি ২০মিটার রেসকিউ বোট কোস্ট গার্ডেও কাছে হস্তান্তর করা হয়।
মুনিফ তকি বলেন, কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে অনুষ্ঠিত হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এমআর নাওকি আইটিও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

[৫] তিনি আরও বলেন, বোটগুলো কোস্ট গার্ড বহরে যুক্ত হওয়ার মাধ্যমে কোস্ট গার্ডের অপারেশনাল কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা যায়। এছাড়াও তেল দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জামাদি বাহিনীতে সংযুক্ত হওয়ার মাধ্যমে উপকূলীয় এলাকায় তেল দূষন নিয়ন্ত্রনে কোস্ট গার্ড ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়