শিরোনাম

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাই ১০ উইকেট নিলেন বাবর!

রাহুল রাজ: [২] বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে অধিকাংশ সময়ই ড্রেসিংরুমে কেটেছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের। আর এই অলস সময়েই ড্রেসিং রুমে ব্যাট-বলের লড়াইয়ে মেতেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। বাবর আজম তো সেখানেই এজাজ প্যাটেলের মতো কীর্তি গড়লেন! একাই নিলেন ১০ উইকেট!

[৩] পাকিস্তানের ক্রিকেটারদের ড্রেসিংরুমে খেলায় মেতে ওঠার বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে।

[৪] সেখানেই একটা পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, বাবরের দাবি তিনি একাই ১০ উইকেট নিয়েছেন!

[৫] পিসিবির একটি পোস্টের ক্যাপশনে লেখা হয়, বৃষ্টি হয়তো আমাদের ছেলেদের মাঠের বাইরে রেখেছে। তবে তারা ড্রেসিংরুমে একটি আকর্ষণীয় ম্যাচ খেলেন। বাবর আজম প্রথমে ব্যাট করতে নামেন এবং বেশ সতর্কভাবে শুরু করেন। তবে ইমামের একটি আগুনে ডেলিভারি তার ইনিংসে দাঁড়ি টেনে দেয়।

[৭] পরে আরেকটি ভিডিওর ক্যাপশনে লেখা হয়, বাবর তার প্রতিশোধ নেন। সউদ শাকিল কিছুটা প্রতিরোধ গড়েন। ইমাম ব্যাট করতে এলে ডিআরএস ব্যবহার করতে হয়। বাবর আগুনে বোলিং করেন। তার দাবি তিনি ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।

[৮] উল্লেখ্য মিরপুর টেস্টের প্রথম দুই দিন মিলিয়ে মাত্র ৬৩.২ ওভার খেলা হয়েছে। ২ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে পাকিস্তান। বাবর আজম ৭১ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত আছেন।- বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়