শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাই ১০ উইকেট নিলেন বাবর!

রাহুল রাজ: [২] বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে অধিকাংশ সময়ই ড্রেসিংরুমে কেটেছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের। আর এই অলস সময়েই ড্রেসিং রুমে ব্যাট-বলের লড়াইয়ে মেতেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। বাবর আজম তো সেখানেই এজাজ প্যাটেলের মতো কীর্তি গড়লেন! একাই নিলেন ১০ উইকেট!

[৩] পাকিস্তানের ক্রিকেটারদের ড্রেসিংরুমে খেলায় মেতে ওঠার বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে।

[৪] সেখানেই একটা পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, বাবরের দাবি তিনি একাই ১০ উইকেট নিয়েছেন!

[৫] পিসিবির একটি পোস্টের ক্যাপশনে লেখা হয়, বৃষ্টি হয়তো আমাদের ছেলেদের মাঠের বাইরে রেখেছে। তবে তারা ড্রেসিংরুমে একটি আকর্ষণীয় ম্যাচ খেলেন। বাবর আজম প্রথমে ব্যাট করতে নামেন এবং বেশ সতর্কভাবে শুরু করেন। তবে ইমামের একটি আগুনে ডেলিভারি তার ইনিংসে দাঁড়ি টেনে দেয়।

[৭] পরে আরেকটি ভিডিওর ক্যাপশনে লেখা হয়, বাবর তার প্রতিশোধ নেন। সউদ শাকিল কিছুটা প্রতিরোধ গড়েন। ইমাম ব্যাট করতে এলে ডিআরএস ব্যবহার করতে হয়। বাবর আগুনে বোলিং করেন। তার দাবি তিনি ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।

[৮] উল্লেখ্য মিরপুর টেস্টের প্রথম দুই দিন মিলিয়ে মাত্র ৬৩.২ ওভার খেলা হয়েছে। ২ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে পাকিস্তান। বাবর আজম ৭১ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত আছেন।- বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়