শিরোনাম
◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিএনপি জনগণের দল, দয়া করে পানি ঘোলা করবেন না: মির্জা ফখরুলের হুঁশিয়ারি ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড়

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাই ১০ উইকেট নিলেন বাবর!

রাহুল রাজ: [২] বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে অধিকাংশ সময়ই ড্রেসিংরুমে কেটেছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের। আর এই অলস সময়েই ড্রেসিং রুমে ব্যাট-বলের লড়াইয়ে মেতেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। বাবর আজম তো সেখানেই এজাজ প্যাটেলের মতো কীর্তি গড়লেন! একাই নিলেন ১০ উইকেট!

[৩] পাকিস্তানের ক্রিকেটারদের ড্রেসিংরুমে খেলায় মেতে ওঠার বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে।

[৪] সেখানেই একটা পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, বাবরের দাবি তিনি একাই ১০ উইকেট নিয়েছেন!

[৫] পিসিবির একটি পোস্টের ক্যাপশনে লেখা হয়, বৃষ্টি হয়তো আমাদের ছেলেদের মাঠের বাইরে রেখেছে। তবে তারা ড্রেসিংরুমে একটি আকর্ষণীয় ম্যাচ খেলেন। বাবর আজম প্রথমে ব্যাট করতে নামেন এবং বেশ সতর্কভাবে শুরু করেন। তবে ইমামের একটি আগুনে ডেলিভারি তার ইনিংসে দাঁড়ি টেনে দেয়।

[৭] পরে আরেকটি ভিডিওর ক্যাপশনে লেখা হয়, বাবর তার প্রতিশোধ নেন। সউদ শাকিল কিছুটা প্রতিরোধ গড়েন। ইমাম ব্যাট করতে এলে ডিআরএস ব্যবহার করতে হয়। বাবর আগুনে বোলিং করেন। তার দাবি তিনি ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।

[৮] উল্লেখ্য মিরপুর টেস্টের প্রথম দুই দিন মিলিয়ে মাত্র ৬৩.২ ওভার খেলা হয়েছে। ২ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে পাকিস্তান। বাবর আজম ৭১ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত আছেন।- বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়