এ কে এম ওয়াহিদুজ্জামান
থমাস ফ্যারোল, ইয়োনইয়োং চো, লরাঁ বসাভি এবং রেস অ্যাতেরিদো প্রমুখ গবেষকদের গবেষণার ভিত্তিতে লেখা বিশ্ব ব্যাংকের ‘Jobs diagnostic: Bangladesh’ প্রতিবেদন মতে, ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশে গড়ে চাকরির সুযোগ তৈরি বেড়েছে ৩.১ শতাংশ হারে, যেখানে কর্মক্ষম মানুষ বেড়েছে ২.৫ শতাংশ হারে এবং শ্রমশক্তি বেড়েছে ২.৯ শতাংশ হারে। অর্থাৎ যতো মানুষের চাকরির দরকার ছিলো, তার চেয়ে বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে।
কেন? কারণ বেগম খালেদা জিয়ার দূরদর্শী নীতি। তিনি মাত্র পাঁচ বছরে দেশের তরুণদের জন্য ৮৪ লাখ নতুন চাকরির সুযোগ তৈরি করেছিলেন। দেশের অর্থনীতি বাড়ছিলো, জিডিপি প্রবৃদ্ধি বাড়ছিলো গড়ে ৬ শতাংশ হারে, মাথাপিছু আয়ও বাড়ছিলো। সঙ্গে সঙ্গে দেশের মানুষ এই প্রবৃদ্ধির সুফলও পাচ্ছিলেন। অন্যদিকে ২০১০ সালের পর থেকে কাগজে কলমে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়লেও তৈরি হচ্ছে না চাকরির সুযোগ। সরকারি হিসেবেই দেশে এখন প্রায় ১৩ শতাংশ তরুণ বেকার। প্রতিবছর এখন চাকরির সুযোগ তৈরি হচ্ছে মাত্র ১.৮ শতাংশ হারে। এখানেই বেগম খালেদা জিয়া ও বিএনপির সঙ্গে মাদার অফ ময়লার গাড়ি ও ভাগাড় লীগের পার্থক্য। ফেসবুক থেকে