শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে অন্ত:সত্ত্বা নারীর ওপর সন্ত্রাসী হামলা

এফ এ নয়ন: [২] গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে অন্তসত্ত্বা নারীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরো একজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর মধুমিতা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। অন্ত:সত্ত্বা শিরিন আক্তার মুন্নিকে আহত অবস্থায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] ভুক্তভোগী বলেন, স্থানীয় সন্ত্রাসী শুক্কুর বাহিনীর প্রধান শুক্কুর আলীর নেতৃত্বে সাইফুল, মোমেন, মতি, সালসা সুমন, রাসু ও মাহবুবসহ ১২-১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে হঠাৎ করেই আমার বাসায় ঢুকে। এ সময় তারা আমাকে এলোপাথাড়ি মারধর করতে থাকলে তাদের বলি যে আমি অন্ত:সত্ত্বা আমাকে মেরোনা।

[৪] তারপরও সন্ত্রাসীরা আমার কথায় কর্ণপাত না করে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। সন্ত্রাসীরা আমার পেটে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারা আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার  উপ পরিদর্শক লিটন শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৫] এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা  জানিয়ে বলেন, থানায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়