শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে অন্ত:সত্ত্বা নারীর ওপর সন্ত্রাসী হামলা

এফ এ নয়ন: [২] গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে অন্তসত্ত্বা নারীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরো একজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর মধুমিতা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। অন্ত:সত্ত্বা শিরিন আক্তার মুন্নিকে আহত অবস্থায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] ভুক্তভোগী বলেন, স্থানীয় সন্ত্রাসী শুক্কুর বাহিনীর প্রধান শুক্কুর আলীর নেতৃত্বে সাইফুল, মোমেন, মতি, সালসা সুমন, রাসু ও মাহবুবসহ ১২-১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে হঠাৎ করেই আমার বাসায় ঢুকে। এ সময় তারা আমাকে এলোপাথাড়ি মারধর করতে থাকলে তাদের বলি যে আমি অন্ত:সত্ত্বা আমাকে মেরোনা।

[৪] তারপরও সন্ত্রাসীরা আমার কথায় কর্ণপাত না করে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। সন্ত্রাসীরা আমার পেটে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারা আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার  উপ পরিদর্শক লিটন শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৫] এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা  জানিয়ে বলেন, থানায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়