শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:৪৭ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: আন্তর্জাতিক মানের একটা ইনস্টিটিউট তৈরি করুন

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন
কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক নীনা গুপ্ত ইয়ং গণিতবিদ হিসেবে ইতালির DST-ICTP-IMU Ramanujan পুরস্কার পেয়েছেন। ভারতের কেবল কলকাতায় এই ইনস্টিটিউট ছাড়াও আছে বোস সেন্টার ফর বেসিক সায়েন্স, আছে ইন্ডিয়ান এসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর কেমিক্যাল বায়োলজিসহ আরও বেশ কয়েকটি যার প্রত্যেকটি ওয়ার্ল্ড ক্লাস। সেখান থেকে বিশ্বমানের পিএইচডি করে আমেরিকার সেরা সেরা প্রতিষ্ঠানে পোস্ট-ডক করতে যাচ্ছে। অধ্যাপক নীনা গুপ্তও ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট থেকে পিএইচডি করেছেন। কেমন পিএইচডি বুঝতে পারছেন? এই পিএইচডি দিয়ে ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স থেকেও পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশ থেকে এমন একটাও পিএইচডিধারীর নাম বলুন তো যে দেশে পিএইচডি করে আমেরিকা বা ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক পেয়েছে বা বিদেশ থেকে কোনো বড় অ্যাওয়ার্ড পেয়েছে। দেশে অধিকাংশ পিএইচডিই হয় বিপদে পড়ে। কোথাও যেতে পারছে না বা একটা পিএইচডির কারণে নামের আগে একটা ড. লাগাতে পারছে না তাই ছন্দাইনন্দাই করে একটা পিএইচডি। এমফিল ডিগ্রিও কারা করে? এটা করলে প্রমোশনে সুবিধা পাবে। অর্থাৎ গবেষণাটা প্রায়োরিটি নয়। হবে না কেন? পিএইচডি প্রোগ্রামে কোনো ভালো মানের ফেলোশিপ আছে? একটা পিএইচডি ফেলোকে কমপক্ষে ৫০ হাজার টাকা মাসে দেওয়া উচিত। তাছাড়া ক্যাম্পাসে একটা থাকার জায়গাও দেওয়া উচিত। আমরা দেশে পিএইচডি তৈরির পরিবর্তে দেশের মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে প্রাইম মিনিস্টার ফেলোশিপ নামে বিদেশে ঝাঁকে ঝাঁকে পিএইচডি করতে পাঠাচ্ছি। অর্থাৎ আমরা দেশে একটা শক্তিশালী পিএইচডি প্রোগ্রাম তৈরির চেষ্টাই করছি না।

এ জন্যই বলে যাচ্ছি দেশে অতি শীঘ্র একটা আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট তৈরি করুন। সেখানে বিশ্বমানের গবেষক নিয়োগ দিয়ে বিশ^মানের বেতন ও গবেষণার সুযোগ দিয়ে শক্তিশালী পিএইচডি প্রোগ্রাম চালু করুন। যেই টাকা দিয়ে প্রতি বছর প্রাইম মিনিস্টার ফেলোশিপ দিচ্ছেন সেটা বন্ধ করে দেশে বিনোয়োগ করুন। কলকাতার মানুষ পারলে বাংলাদেশের মানুষও পারবে। দরকার শুধু সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা আর বিনিয়োগ। আমাদের যে ক’টা ইনস্টিটিউট আছে সেগুলো দুষ্টু আমলাতন্ত্র আর অধিক দুষ্টু রাজনীতির কবলে পড়ে একেকটা ভাগাড়ে পরিণত হয়েছে। সে জন্যই বলি বিদ্যমান সিস্টেমে চলবে না। দেশি-বিদেশি গবেষক আনুন, বিশ্বমানের পরিবেশ ও বেতন দিন। দেখবেন দেশ বদলে যাবে। লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়