শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ১০:৫২ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় ধাপের ৯০০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ ৪২৫, বিদ্রোহী ও বিরোধীদল ৪৪৪

মহসীন কবির: [২] তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বেশিরভাগ উপজেলায় স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহীরা বেশি জয়লাভ করেছেন। এই ধাপে তেমন বেশি সুবিধা করতে পারেনি আওয়ামী লীগের প্রার্থীরা। গত রোববার সারাদেশে এক হাজার ইউপিতে তৃতীয় ধাপে ভোট অনুষ্ঠিত হয়।

[৩] তৃতীয় ধাপে (বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১শ বাদে) ইউপিতে। অর্থাৎ আওয়ামী লীগ জিতেছে ৫২২টি ইউপিতে অন্যন্য রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি (জাপা) ১৭টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জমিয়তে উলামায়ে একটি করে ইউপিতে বিজয়ী হয়।

[৪] গত রবিবার তৃতীয় ধাপের ১০০০ ইউপির মধ্যে ১০০ জন চেয়ারম্যান ভোট ছাড়াই নির্বাচিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য হন ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য ১৩২জন। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৮৩৩টি ইউপির মধ্যে মধ্যে চেয়ারম্যান পদে ৮১জন, সংরক্ষিত নারী সাধারণ সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে গত ২০জুন ও ২০ সেপ্টেম্বর দু’দফায় প্রথমধাপে ৩৬৫টি ইউপির ভোট অনুষ্ঠিত হয়। গত ২০ জুন অনুষ্ঠিত ২০৪টি ইউপির মধ্যে ২৮জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়াও ভোট ছাড়া সংরক্ষিত ওয়ার্ড সদস্য হিসাবে ৫ জন এবং সাধারণ সদস্য হিসাবে ২৯ জন নির্বাচিত হন। এর আগে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথমধাপের স্থগিত ১৬১ ইউপির মধ্যে ৪৫জন চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ৭জন এবং সাধারণ সদস্য ৪৫জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

[৫] এই পর্যন্ত ২২শর মতো ইউপির ভোট সম্পন্ন হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১২৭৮টি ইউপিতে জয়লাভ করেছে। এর মধ্যে ভোট ছাড়াই ২৫৪ জন নির্বাচিত হন। অন্যদিকে সাড়ে ৮৬০টির মতো ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। স্বতন্ত্রদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকিরা অন্যান্য রাজনৈতিক দলের। এর মধ্যে জাপা ৩০টিতে জয়লাভ করে। জাতীয় পার্টি-জেপি-৫টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫টিতে। বাকিগুলো জাসদ, ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে দলের প্রার্থীরা বিজয়ী হন।

[৬] গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথমধাপে ৩৬৫টি ইউপির ভোট সম্পন্ন হয়। গত ১১ নভেম্বর দ্বিতীয়ধাপে ৮৩৩টি ইউপির ভোট হয়। সর্বশেষ ২৮ নভেম্বর ১ হাজার ইউপির ভোট অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আগামী ২৬ ডিসেম্বর চতুর্থধাপে ৮৪৩টি ইউপি এবং ৫ জানুয়ারি ৭০৭ ইউপির ভোট অনুষ্ঠিত হবে। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়