শিরোনাম
◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান ◈ চাপ সৃষ্টি করে ভারতে বিশ্বকাপ খেলতে বাংলা‌দেশ‌কে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপ‌দেষ্টা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখ খানের সঙ্গে ছবি তুলতে আগ্রহী ছিলো না মিথিলা

ডেস্ক রিপোর্ট: এক ফ্রেমে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে তারকা দম্পতি সৃজিত ও মিথিলা। দুই বছর আগে তোলা সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো। তবে শাহরুখের সঙ্গে ছবি তোলার আগ্রহ ছিল না মিথিলার। স্বামী সৃজিতের কথায় ছবিটি তুলেছিলেন তিনি। সম্প্রতি পূর্ণিমার উপস্থাপনায় ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এমনটাই জানিয়েছেন গুণী এই অভিনেত্রী। আর টিভি

অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, ‘শাহরুখ খানকে দেখলে তো অজ্ঞান হয়ে যেতাম।’ এরপর তিনি মিথিলার অনুভূতি জানতে চান। মিথিলার ভাষ্য, ‘আমি ছোটবেলা থেকেই স্টারদের দেখলে স্বাভাবিকভাবেই নিতাম। আমি কাউকে দেখেই অজ্ঞান হয়ে যাই না। আমার তারকাদের দেখলে মনে হয়, তারা তো মানুষই। আমাদের মতো একজন মানুষ।’

শাহরুখের সঙ্গে ছবি তোলার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘অনুষ্ঠানে কলকাতার সব স্টার শাহরুখ খানের সঙ্গে ছবি তুলছিলেন। আমি চুপ করে বসে ছিলাম। সৃজিত আমাকে এসে বলছিল, তুমি যাবে না ছবি তুলতে। আমার যেতে ইচ্ছা করছিল না। সৃজিত আমাকে প্রায় জোর করেই শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার জন্য নিয়ে যায়। শুধু ছবিটাই তুললাম। এমন তো নয় যে তার সঙ্গে কোনো বাক্য বিনিময় হয়েছে। শুধু একটা ছবি তুলে আমি অত এক্সাইটেড হতে পারিনি।’ প্রথম আলো

ভারতের গুণী নির্মাতা সৃজিতের সঙ্গে সুখে সংসার করছেন মিথিলা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতার ঘরণী ভবিষ্যতে সিনেমা পরিচালনা করবেন কি না, সে বিষয়ে জানতে চান পূর্ণিমা।

মিথিলা বলেন, ‘চলচ্চিত্র পরিচালনা একটি বড় পরিসরের বিষয়। বিষয়টি আমার ভাবনাতেই নেই। তবে আমি জীবনে অনেক কিছু করেছি, সেগুলো আমার ভাবনার পরিসরে ছিল না। কিন্তু হয়েছে আমার জীবনে। আমি সারাক্ষণই ক্রিয়েটিভ কিছু করতে ভালোবাসি। এই প্রসেস আমার ভালো লাগে। বলা যায় না কোন দিন কী করে ফেলি। পরিচালনা করার মতো অঘটনও হয়ে যেতে পারে। সে জন্য আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না।’ যুগান্তর

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান। সেখানে টালিউডের নামীদামী অনেক তারকাই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়