শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখ খানের সঙ্গে ছবি তুলতে আগ্রহী ছিলো না মিথিলা

ডেস্ক রিপোর্ট: এক ফ্রেমে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে তারকা দম্পতি সৃজিত ও মিথিলা। দুই বছর আগে তোলা সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো। তবে শাহরুখের সঙ্গে ছবি তোলার আগ্রহ ছিল না মিথিলার। স্বামী সৃজিতের কথায় ছবিটি তুলেছিলেন তিনি। সম্প্রতি পূর্ণিমার উপস্থাপনায় ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এমনটাই জানিয়েছেন গুণী এই অভিনেত্রী। আর টিভি

অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, ‘শাহরুখ খানকে দেখলে তো অজ্ঞান হয়ে যেতাম।’ এরপর তিনি মিথিলার অনুভূতি জানতে চান। মিথিলার ভাষ্য, ‘আমি ছোটবেলা থেকেই স্টারদের দেখলে স্বাভাবিকভাবেই নিতাম। আমি কাউকে দেখেই অজ্ঞান হয়ে যাই না। আমার তারকাদের দেখলে মনে হয়, তারা তো মানুষই। আমাদের মতো একজন মানুষ।’

শাহরুখের সঙ্গে ছবি তোলার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘অনুষ্ঠানে কলকাতার সব স্টার শাহরুখ খানের সঙ্গে ছবি তুলছিলেন। আমি চুপ করে বসে ছিলাম। সৃজিত আমাকে এসে বলছিল, তুমি যাবে না ছবি তুলতে। আমার যেতে ইচ্ছা করছিল না। সৃজিত আমাকে প্রায় জোর করেই শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার জন্য নিয়ে যায়। শুধু ছবিটাই তুললাম। এমন তো নয় যে তার সঙ্গে কোনো বাক্য বিনিময় হয়েছে। শুধু একটা ছবি তুলে আমি অত এক্সাইটেড হতে পারিনি।’ প্রথম আলো

ভারতের গুণী নির্মাতা সৃজিতের সঙ্গে সুখে সংসার করছেন মিথিলা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতার ঘরণী ভবিষ্যতে সিনেমা পরিচালনা করবেন কি না, সে বিষয়ে জানতে চান পূর্ণিমা।

মিথিলা বলেন, ‘চলচ্চিত্র পরিচালনা একটি বড় পরিসরের বিষয়। বিষয়টি আমার ভাবনাতেই নেই। তবে আমি জীবনে অনেক কিছু করেছি, সেগুলো আমার ভাবনার পরিসরে ছিল না। কিন্তু হয়েছে আমার জীবনে। আমি সারাক্ষণই ক্রিয়েটিভ কিছু করতে ভালোবাসি। এই প্রসেস আমার ভালো লাগে। বলা যায় না কোন দিন কী করে ফেলি। পরিচালনা করার মতো অঘটনও হয়ে যেতে পারে। সে জন্য আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না।’ যুগান্তর

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান। সেখানে টালিউডের নামীদামী অনেক তারকাই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়