শিরোনাম
◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:০৭ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ খেলার আনন্দে দুপুরে খেতেই ভুলে গেছেন জ্যোতি-সালমারা

রাহুল রাজ: [২] অবশেষে স্বপ্ন সত্যি হলো। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছেলেরা ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেললেও মেয়েরা কয়েক বছর ধরে বাছাই পর্বের বাধাই পার হতে পারছিল না। অবশেষে মেয়েদের আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়েছে। -ক্রিকবাজ।

[৩] জিম্বাবুয়েতে বাছাই পর্ব খেলতে থাকা বাংলাদেশের নারী দল স্বপ্ন পূরণের খবরটি পায় বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। সেই খবর শুনে জ্যোতি-রুমানারা আনন্দে কেঁদে ফেলেছিলেন। কেউ কেউ তো নাওয়া-খাওয়া ভুলে আনন্দ-নৃত্যেই মশগুল থেকেছেন। যারা কোনও দিন ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি, তাদের আনন্দ-উচ্ছ্বাসের ধরন তো এমন হওয়াই স্বাভাবিক।- বাংলা ট্রিবিউন।

[৪] বিশ্বকাপের টিকিট পাওয়ার পর জিম্বাবুয়ে থেকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, কয়েক ঘণ্টা আগে আমাদের কাছে যখন খবর এলো, আনন্দে আমরা কান্নাকাটি করেছি। খাওয়া-দাওয়া ভুলে গেছি। আসলে আমরা এটার জন্য অনেক কষ্টে করেছি। কষ্ট করেই তো পাঁচ নম্বর র‌্যাঙ্কিংয়ে এসেছি। সেই কষ্টের ফল আমরা অবশেষে পেয়েছি। এই আনন্দ কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না।- সময় টিভি।

[৫] সাবেক অধিনায়ক রুমানাও যেন জ্যোতির সুরে সুর মেলালেন। বলেছেন, আমরা এতটাই খুশি যে আনন্দে আজ লাঞ্চ করতে ভুলে গেছি। এতদিন ধরে এমন একটি খবরের আশাতেই পরিশ্রম করেছি। আমাদের স্বপ্ন আজকে পূরণ হয়েছে। সবাই মিলে খুব আনন্দ করেছি। এই আনন্দ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের প্রত্যেকের জীবনের সেরা মুহূর্ত এটি। আমরা অপেক্ষায় ছিলাম, শুনছিলাম দুবাইতে যেতে পারে বাছাই পর্ব। কিন্তু যখন খবরটা পেলাম। বুঝতে পারছিলাম না কী করবো, উত্তেজনায় অনেক চেঁচামেচি করেছি।- ক্রিকটাইমস্ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়