শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:০৭ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ খেলার আনন্দে দুপুরে খেতেই ভুলে গেছেন জ্যোতি-সালমারা

রাহুল রাজ: [২] অবশেষে স্বপ্ন সত্যি হলো। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছেলেরা ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেললেও মেয়েরা কয়েক বছর ধরে বাছাই পর্বের বাধাই পার হতে পারছিল না। অবশেষে মেয়েদের আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়েছে। -ক্রিকবাজ।

[৩] জিম্বাবুয়েতে বাছাই পর্ব খেলতে থাকা বাংলাদেশের নারী দল স্বপ্ন পূরণের খবরটি পায় বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। সেই খবর শুনে জ্যোতি-রুমানারা আনন্দে কেঁদে ফেলেছিলেন। কেউ কেউ তো নাওয়া-খাওয়া ভুলে আনন্দ-নৃত্যেই মশগুল থেকেছেন। যারা কোনও দিন ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি, তাদের আনন্দ-উচ্ছ্বাসের ধরন তো এমন হওয়াই স্বাভাবিক।- বাংলা ট্রিবিউন।

[৪] বিশ্বকাপের টিকিট পাওয়ার পর জিম্বাবুয়ে থেকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, কয়েক ঘণ্টা আগে আমাদের কাছে যখন খবর এলো, আনন্দে আমরা কান্নাকাটি করেছি। খাওয়া-দাওয়া ভুলে গেছি। আসলে আমরা এটার জন্য অনেক কষ্টে করেছি। কষ্ট করেই তো পাঁচ নম্বর র‌্যাঙ্কিংয়ে এসেছি। সেই কষ্টের ফল আমরা অবশেষে পেয়েছি। এই আনন্দ কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না।- সময় টিভি।

[৫] সাবেক অধিনায়ক রুমানাও যেন জ্যোতির সুরে সুর মেলালেন। বলেছেন, আমরা এতটাই খুশি যে আনন্দে আজ লাঞ্চ করতে ভুলে গেছি। এতদিন ধরে এমন একটি খবরের আশাতেই পরিশ্রম করেছি। আমাদের স্বপ্ন আজকে পূরণ হয়েছে। সবাই মিলে খুব আনন্দ করেছি। এই আনন্দ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের প্রত্যেকের জীবনের সেরা মুহূর্ত এটি। আমরা অপেক্ষায় ছিলাম, শুনছিলাম দুবাইতে যেতে পারে বাছাই পর্ব। কিন্তু যখন খবরটা পেলাম। বুঝতে পারছিলাম না কী করবো, উত্তেজনায় অনেক চেঁচামেচি করেছি।- ক্রিকটাইমস্ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়