শিরোনাম
◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীতকালীন ছুটি বাতিলের দাবি জাবি ছাত্র ইউনিয়নের

জাবি প্রতিনিধি : [২] দীর্ঘ ১৯ মাস করোনা সংক্রমণের কারণে স্বশরীরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার প্রেক্ষিতে বিদ্যমান সেশনজট নিরসনে ও করোনার ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন অবকাশ বাতিল ও সপ্তাহে ছয় দিন শিক্ষা কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

[৩] বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান।

[৪] বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি এবং সাধারণ সম্পাদক তাসবিবুল গনি নিলয় বলেন, "করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চললেও ডিভাইস, ইন্টারনেট এবং অন্যান্য নানা সঙ্কটে শিক্ষার্থীদের অনেকেই স্বাভাবিক শিক্ষাজীবন চালিয়ে যেতে পারেননি। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে , তৈরি হয়েছে সেশনজট। ভবিষ্যৎ চাকরিজীবন নিয়েও তৈরি হয়েছে শঙ্কা, যা শিক্ষার্থীদেরকে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত করছে।"

[৫] নেতৃবৃন্দ আরও বলেন, "করোনার দীর্ঘ বন্ধের পর বিশ্ববিদ্যালয় খোলার অল্পদিনের মধ্যেই ভর্তি পরীক্ষার জন্য শিক্ষা কার্যক্রম আবারও দুই সপ্তাহ স্থগিত ছিলো। উদ্ভূত পরিস্থিতে শীতকালীন অবকাশ শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে আরও প্রলম্বিত ও বিপর্যস্ত করবে। কেবল শীতকালীন অবকাশ বাতিলই নয়, ক্ষতি পুষিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সপ্তাহে পাঁচ দিনের বদলে ছয় দিন চালু রাখবার কোনো বিকল্প নেই। শিক্ষা কার্যক্রম ছয় দিন চালু থাকলে শিক্ষক ও শিক্ষার্থীগণ পাঠ দান ও পাঠ গ্রহণের জন্য বছরে অতিরিক্ত দেড় মাসেরও বেশি সময় পাবেন।"

[৬] এসময় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিসমূহ মেনে নিয়ে সেশন জট নিরসন ও ক্ষতি পুষিয়ে নিতে আগ্রহী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়