শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০৩:২৬ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মেয়র পদও হারাচ্ছেন আব্বাস আলী!

নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের পরিণতি বরণ করতে যাচ্ছেন রাজশাহীর কাটাখালি পৌর মেয়র আব্বাস আলী। তাকে মেয়র পদ থেকে অপসারণে অনাস্থা এনেছেন পৌরসভার ১২ কাউন্সিলর। ঢাকা পোস্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর অপসারণ চেয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন ১২ কাউন্সিলর। বাংলানিউজ

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে জেলা প্রশাসক আবদুল জলিলের সরকারি বাংলোতে গিয়ে চিঠিটি দেন কাউন্সিলররা। বাংলানিউজ

এতে সভাপতিত্ব করেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। পরে অনাস্থা প্রস্তাবে প্রত্যেকেই স্বাক্ষর করেন। ঢাকা পোস্ট

চিঠি নেওয়ার পর রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল গণমাধ্যমকে জানান, কাটাখালি পৌরসভা কাউন্সিলরদের চিঠিটি তিনি পেয়েছেন। পরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলানিউজ

এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে মেয়র আব্বাসের বিরুদ্ধে আরএমপির তিন থানায় জমা পড়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি অভিযোগ। একাধিক সূত্র জানাচ্ছে, অচিরেই মেয়র পদ থেকে অপসারণ হচ্ছেন মেয়র আব্বাস। দ্রুতই তিনি গ্রেফতারও হতে পারেন। ঢাকা পোস্ট

গত সোমবার (২২ নভেম্বর) রাতে মেয়র আব্বাস আলীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়। ১ মিনিট ৫১ সেকেন্ডের অডিও ক্লিপটিতে বঙ্গবন্ধুর ম্যুরাল বানালে ‘পাপ হবে’ এমন কথা বলতে শোনা গেছে মেয়র আব্বাস আলীকে। ঢাকা পোস্ট

এরপর থেকেই উত্তাল রাজশাহীর রাজনৈতিক অঙ্গন। বিক্ষোভ কর্মসূচি চলছে তার নিজ এলাকায়। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজশাহী নগরীতেও। টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে।

রাজনৈতিক উত্তাপের ভেতরেই বুধবার বিকেলে মেয়র আব্বাসকে কাটাখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক পদ থেকে অব্যহতি দিয়েছে পবা উপজেলা আওয়ামী লীগ। এখন তিনি জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদে রয়েছেন। সেই পদও হারাতে পারেন আব্বাস।

এদিকে, কঠিন এই সময়ে একা হয়ে গেছেন মেয়র আব্বাস আলী। গত দুদিন ধরে তাকে দেখা যায়নি প্রকাশ্যে। যাননি পৌরসভাতেও। ‘কাছের মানুষ’ হিসেবে পরিচত রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনও শাস্তি চেয়েছেন মেয়র আব্বাসের। ঢাকা পোস্ট

বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তিনি জানিয়েছেন, আব্বাসের দ্রুত গ্রেফতারের বিষয়টি নিয়ে তিনি নগর পুলিশের সঙ্গে কথা বলেছেন। তাছাড়া আগামীকাল শুক্রবার বৈঠক করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে জেলা আওয়ামী লীগ। ঢাকা পোস্ট

আব্বাসের পরিবার বিএনপির রাজনীতিতে যুক্ত স্বীকার করে ‍দুই মেয়াদে ‘নৌকার প্রার্থী’ হওয়ায় তার পাশে ছিলেন বলেও দাবি করেন আয়েন উদ্দিন। ঢাকা পোস্ট

গত ২২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। চার মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। ঢাকা পোস্ট

মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে ছিলেন। বিতর্কিত মন্তব্যের জেরে গত ১৯ নভেম্বর তাকে সেই পদ থেকে অপসারণ করে আওয়ামী লীগ। একই সাথে আজীবনের জন্য দল থেকে বহিস্কার করা হয়। সর্বশেষ অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে বৃহস্পতিবার বিকেলে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকা পোস্ট

আব্বাস আলী কাটাখালি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি প্রথমবার মেয়র নির্বাচিত হন। ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। এরই মধ্যে তাকে এই পদ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে সারা জীবনের জন্য দল থেকে বহিষ্কারের জন্য বৃহস্পতিবার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়