স্পোটর্স ডেস্ক: [২] টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে শেরিফ। ডেভিড আলাবা, টনি ক্রুজ আর করিম বেঞ্জামার গোলে ৩-০ ব্যবধানে জয় পায় লস ব্লাঙ্কোসরা।
[৩] ম্যাচের শুরুতেই অফসাইডে কাটা পরে করিম বেঞ্জামার স্কোর। ৩০ মিনিটে ফ্রি কিক থেকে রিয়ালকে লিড এনে দেন ডেভিড আলাবা। প্রথমার্ধের যোগ করা সময়ে টনি ক্রুজের স্কোরে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্ট বিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে করিম বেঞ্জামার গোলে বড় জয় নিশ্চিত হয় আনচেলোত্তির শীষ্যদের।
[৪] ৫ খেলায় ১২ পয়েন্ট গ্রুপের শীর্ষে রিয়াল মাদ্রিদ। অপর দিকে ঘরের মাঠে হেরে ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে বিদায় শেরিফের।