সুজন কৈরী ও মহসীন কবির:[২] গাড়ি চাপায় নটরডেম কলেজ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুলিস্তানে হকি স্টেডিয়ামের পাশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান এবং ঘটনার প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন। ফেসবুক থেকে
[৩] শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে, নাঈমের (গাড়ি চাপায় নিহত) পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
[৪] রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গাড়িচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহতের বাবা শাহ আলম। গ্রেফতার চালকের নাম রাসেল খান (২৭)। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
[৫] নাঈম হাসানের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে ভিকারুন্নেসা নুন স্কুলের শিক্ষার্থীরা বেলা ১২টার দিকে শান্তিনগরে বিক্ষোভ করেছে।
[৬] নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেটে বেলা সাড়ে ১২টার দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয়।
[৭] বুধবার রাজধানীর গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা ডিএসসিসির ময়লাবাহী একটি গাড়ি নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পর নাঈমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় বিক্ষোভ-অবরোধ করেন তার সহপাঠীরা। তাদের বুকে-পিঠে লেখা ছিল- 'আমি বাঁচতে চাই', 'উই ওয়ান্ট জাস্টিস'। এর আগে তারা নগর ভবনে (ডিএসসিসি) প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।