স্পোটর্স ডেস্ক: [২] বুধবার গ্রুপ পর্বের পঞ্চম খেলায় অ্যাথলেটিকো মাদ্রিদকে ০-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন বাচিঁয়ে রেখেছে টুর্নামেন্টের সাত বারের চ্যাম্পিয়ন এসি মিলান।
[৩] খেলার শুরুতেই লুইস সুয়ারেজের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় স্বাগতিক অ্যাথলেটিকো মাদ্রিদ। সময়ের সাথে সাথে খেলায় বল দখলে আধিপত্য বিস্তার করতে থাকে এসি মিলান। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরী করেও স্বাগতিকদের লিড দিতে পারেনি দিয়েগো সিমিওনের শীষ্যরা। উল্টো ৮৭ মিনিটে সফরকারীদের জয় সূচক স্কোর এনে দেন বদলি ফুটবলার জুনিয়র মেসিইসে।
[৪] টানা তিন হারে গ্রুপে সবার নিচে নেমে এসেছে অ্যাথলেটিকো, ৫ খেলায় তাদের পয়েন্ট ৪। সমান খেলায় ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলে ৩ নম্বরে উঠে এসেছে এসি মিলান।