স্পোটর্স ডেস্ক: [২] চলতি মৌসুমে টুর্নামেন্টে এখন পর্যন্ত সব কয়টা খেলায় জয় পাওয়া অন্যতম দল লিভারপুল। বুধবার ঘরের মাঠে এফসি পোর্তোকে ২-০ গোলে হারিয়েছে তারা।
[৩] ৩৭ মিনিটে সাদিও মানের গোল অফসাইটে কাটা পরলে গোল শূণ্যে শেষ হয় প্রথমার্ধের খেলা। ৫২ মিনিটে দূরপাল্লার শর্টে লক্ষ্যভেদ করে লিভারপুলকে লিড এনে দেন থিয়াগো আলকানতারা। ৬২ মিনিটে মিনামিনোর গোল অফসাইটে কাটা পরলেও ৭০ মিনিটে দূর্দান্ত গোলে স্কোর লাইন দ্বিগুণ করেন মিশরিয় তারকা মোহাম্মদ সালাহ্।
[৪] হারলেও দ্বিতীয় রাউন্ডের যাওয়ার পথ শেষ হয়ে যায়নি পোর্তোর। শেষ খেলায় ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডে পৌছে যাবে ২০০৪ সালের চ্যাম্পিয়নরা।